হোম > সারা দেশ > মানিকগঞ্জ

হরিরামপুরে ইট ভাঙার মেশিন উল্টে শ্রমিক নিহত, আহত ৩ 

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের হরিরামপুরে ইটভাঙার মেশিন উল্টে এক শ্রমিক নিহত হয়েছেন। এ সময় ইটভাঙা মেশিনটির চালকসহ ৩ জন আহত হয়েছেন। আজ সোমবার সকাল সোয়া নয়টার দিকে লেছড়াগঞ্জ বাজার-কান্ঠাপাড়া বাজার নেপাল হালদারের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।  নিহত শ্রমিক হেলাল মোল্লা (৫৬) চালা ইউনিয়নের দিয়াপাড় গ্রামের মৃত তারা মোল্লার ছেলে। হরিরামপুর থানার ওসি সৈয়দ মিজানুর ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, ইটভাঙার মেশিনটি নিয়ে পিপুলিয়া যাওয়ার পথে নেপাল হালদারের বাড়ির সামনে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা খায় ও সড়কে উল্টে যায়। এ সময় গাড়ির নিচে চাপা পড়েন এতে বসা শ্রমিক হেলাল মোল্লা। স্থানীয়রা হেলাল মোল্লাকে হরিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ সময় ইটভাঙার মেশিনটির মালিক ও চালক ইউসুফ এবং শ্রমিক ফরিদ ও রাব্বি আহত হন। 

প্রত্যক্ষদর্শী সুজিত হালদার বলেন, বিকট শব্দ পেয়ে এসে দেখি ইটভাঙার মেশিন উল্টে আছে। পরে গুরুতর আহত হেলাল মোল্লাকে হাসপাতালে পাঠাই। পরে শুনলাম তিনি মারা গেছেন। এ ঘটনায় আরও ৩ জন আহত হয়েছেন।  

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মো. শামিম মিয়া বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই হেলাল মোল্লা মারা গেছেন। শরীরে কোনো ক্ষত নেই। মস্তিষ্কের ভেতরে রক্তক্ষরণে মৃত্যু হতে পারে।

হরিরামপুর থানা ওসি সৈয়দ মিজানুর ইসলাম বলেন, হেলাল মোল্লা নামে একজন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন আছে। 

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

মণিপুরীদের জীবনধারার আলোকচিত্র প্রদর্শনীর সময় বাড়ল

চীন নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন ২৯ সাংবাদিক