রাজধানী উত্তরার দক্ষিণ খানে একটি ডোবায় এক ব্যক্তির লাশ পাওয়া গেছে। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় জানা যায়নি। দক্ষিণখানের আসিয়ান সিটির সংলগ্ন কাওলা বাদশা বাড়ি পুকুর পাড়ে আজ সোমবার দুপুর দেড়টার দিকে ওই মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার কার্যক্রম শুরু করে।
স্থানীয় বাসিন্দারা আজকের পত্রিকাকে বলেন, কাওলার ডোবায় অজ্ঞাত যুবকের মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পরে ঘটনাস্থলে পুলিশ আসে। মরদেহটির পরনে চেক শার্ট ও প্যান্ট ছিল। মরদেহটি প্রায় অর্ধগলিত বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে দক্ষিণখান জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (এসি) রাকিবা ইয়াসমিন আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। তাঁর পরিচয় শনাক্তের জন্য আশপাশে খোঁজ নেওয়া হচ্ছে। সেই সঙ্গে বেতার বার্তায় কোথাও কেউ নিখোঁজ হয়েছেন কিনা সেটি জানার চেষ্টা চলছে।’
রাকিবা ইয়াসমিন বলেন, ‘এ বিষয়ে ক্রাইম সিনকে অবহিত করা হয়েছে। ক্রাইম সিনের সদস্যরা আসার পর মরদেহটি উদ্ধার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’