হোম > সারা দেশ > ঢাকা

‘দেশের অনেক শিশু-কিশোর সংগঠন হারিয়ে গেছে’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চাঁদের হাট কেন্দ্রীয় পরিষদের প্রেসিডিয়াম সদস্য ও যুগান্তরের সম্পাদক সাইফুল আলম বলেছেন, ‘দেশের অনেক শিশু-কিশোর সংগঠন হারিয়ে গেছে। অনেক শিশু-কিশোর সংগঠনের কার্যক্রম স্তিমিত হয়ে পড়েছে। আজকে কয়জন মা-বাবা তাঁদের সন্তানদের নাচ-গান শেখাচ্ছেন, শিল্প-সাহিত্য-সংস্কৃতিতে সন্তানকে যুক্ত করাচ্ছেন। আজকে খেলার মাঠ নেই—এ বিষয়গুলো আমাদের নতুনভাবে ভাবতে হবে।’ 

আজ শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে জাতীয় শিশু-কিশোর ও যুবকল্যাণ সংগঠন চাঁদের হাটের ৫০ বছর উপলক্ষে সুবর্ণজয়ন্তী উৎসব ও প্রীতি সম্মিলনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

চাঁদের হাট প্রসঙ্গে তিনি বলেন, ‘চাঁদের হাট একটি আবেগের নাম, একটি বন্ধনের নাম। যা শিল্পে, সাহিত্যে ও সংস্কৃতিতে একটি নেতৃত্ব তৈরি করেছে।’ 

প্রীতি সম্মিলনী কমিটির আহ্বায়ক জামিউর রহমান লেমন সংগঠনের বেশ কয়েকটি পরিকল্পনা তুলে ধরে বলেন, সামনে দেশব্যাপী সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হবে। পাশাপাশি জাতীয় ও প্রতিনিধি সম্মেলন, টিভি চ্যানেলের মাধ্যমে সেরা চাঁদমণি ২০২৪-এর আয়োজন, শিশু পাচার ও শিশুশ্রম বন্ধ, চাঁদের হাট পদক প্রদানের কর্মসূচি নেওয়া হবে। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক এ কে এম শাহনেওয়াজ, চাঁদের হাট কেন্দ্রীয় পরিষদের প্রেসিডিয়াম চেয়ারম্যান জাকারিয়া পিন্টু, ভারপ্রাপ্ত সভাপতি ইয়াহীয়া সোহেলসহ সংগঠনের নেতারা।

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ ৪ দফা দাবি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ