হোম > সারা দেশ > ঢাকা

শিশু মাহিনকে চাপা দেওয়া ময়লার গাড়িতে ছিলেন না ডিএসসিসির নির্ধারিত চালক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মাহিনকে চাপা দেওয়া গাড়িতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নির্ধারিত চালক ছিলেন না। অন্যকে দিয়ে ভাড়া খাঁটিয়ে গাড়িটি চালানো হচ্ছিল। এগুলো কোনোভাবে বরদাশত করা হবে না। এ ঘটনায় কঠোরতর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। 

আজ শুক্রবার সন্ধ্যায় ডিএসসিসির ময়লার গাড়ির ধাক্কায় নিহত শিশু মাহিনের পরিবারকে সান্ত্বনা দিতে এসে সাংবাদিকদের এ কথা বলেন ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। 

মেয়র তাপস বলেন, ‘এ দুর্ঘটনায় ইতিমধ্যে মামলা নেওয়া হয়েছে। আমরা কঠোর থেকে কঠোরতর শাস্তি চাইছি। এই দুর্ঘটনায় যেন সম্পূর্ণ সুষ্ঠু বিচার হয় সেটা আমরা নিশ্চিত করতে চাই। একটি বিষয় উল্লেখ্য যে—আমাদের নির্ধারিত গাড়িচালক গাড়ি না চালিয়ে অন্যকে দিয়ে ভাড়া খাঁটিয়ে চালানো হচ্ছিল। আমরা এ ধরনের অনিয়ম কোনোভাবে বরদাশত করব না। এ ঘটনায় কঠোরতর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। এ রকম কার্যক্রমে যারা জড়িত তাঁদের সকলের বিরুদ্ধে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কঠোর ব্যবস্থা নেবে। 

‘এ ধরনের ঘটনায় আগেও আমরা কঠোর ব্যবস্থা নিয়েছি’—উল্লেখ করে ডিএসসিসি মেয়র বলেন, ‘জড়িতদের চাকরিচ্যুত করেছি, ছাঁটাই করেছি। আবার অনেক নতুন নিয়মিত গাড়িচালক নিয়োগ দিয়েছি।

ফলে বিগত ২ বছর করপোরেশনের গাড়ি দ্বারা কোনো রকম দুর্ঘটনা ঘটেনি। এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা আমাদের অত্যন্ত শোকাহত করে তুলেছে। এবারও আমরা কঠোর ব্যবস্থা নেব। যাতে করে এ ধরনের দুর্ঘটনার আর কোনো পুনরাবৃত্তি না ঘটে।’ 

উল্লেখ্য, রাজধানীর মুগদায় গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয় স্কুলশিক্ষার্থী মাহিন (১৩)। চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক