হোম > সারা দেশ > টাঙ্গাইল

টাঙ্গাইলে ছাত্র আন্দোলনের বিক্ষোভ জনসমুদ্রে পরিণত 

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ জনসমুদ্রে পরিণত হয়েছে। আজ শনিবার সকাল থেকে টাঙ্গাইল প্রেসক্লাব চত্বর ও বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চবিদ্যালয়ের সামনে সমবেত হতে থাকে শিক্ষার্থীরা। 

পরে অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ যুক্ত হয় বিক্ষোভ মিছিল শুরু করে। দুপুরের মধ্যেই শহরের কবি নজরুল সড়ক, প্রেসক্লাব চত্বর, ভিক্টোরিয়া রোডসহ আশপাশের সব এলাকা লোকে লোকারণ্য হয়ে পড়ে। 

এ সময় প্রেসক্লাব চত্বরে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন আন্দোলনের সমন্বয়কেরা। তাঁরা বলেন, ‘এখন আমাদের এক দাবি সরকার পতন। এই সরকার রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ। পতন ব্যতীত এই সরকারের কাছে আমাদের কোনো দাবি নেই।’ 

পরে তাঁরা বিক্ষোভ মিছিল নিয়ে নিরালা মোড় হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় প্রেসক্লাব চত্বরে জমায়েত হন। মিছিলে হাজার হাজার ছাত্র-ছাত্রী ও অভিভাবকেরা অংশগ্রহণ করেন। শহরের কর্মসূচি শেষে দেশব্যাপী ডাকা অসহযোগ আন্দোলন সফল করতে এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে। 

মিছিলে আসা এক অভিভাবক বলেন, ‘সন্তানদের যৌক্তিক দাবি পূরণে আমিসহ অনেক অভিভাবক এসেছেন এই মিছিলে। শিক্ষার্থীদের আন্দোলনে আমরাও আছি। নীরবে আর সরকারের এত অত্যাচার সহ্য করা যায় না।’ 

এ বিষয়ে টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. শরফুদ্দিন বলেন, ‘পুলিশ ধৈর্য সহকারে ও জানমালের নিরাপত্তা দিতে সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করছেন। শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি পালন করছে। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।’

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার