হোম > সারা দেশ > গাজীপুর

ঠিকাদারকে সমন্বয় করে কাজ করতে বললেন বিএনপি নেতা

গাজীপুরের শ্রীপুরে এক ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিককে কাজ বন্ধ রাখতে নির্দেশ দিয়েছেন স্থানীয় বিএনপি নেতা। তাঁকে হুমকিও দেওয়া হয়েছে। এমন একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। 

রোববার অডিও রেকর্ডটি গণমাধ্যমকর্মীদের হাতে কাছে আসে। তিন দিন আগে ফোন কলে ঠিকাদারকে হুমকি দেন ওই বিএনপি নেতা। তাঁর সঙ্গে সমন্বয় না করে যেন কোনো কাজ না করা হয় বলে শাসিয়েছেন তিনি। 

অভিযুক্ত বিএনপি নেতার নাম মো. মামুন মিয়া। তিনি বরমী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক। তাঁর বাড়ি গাড়ারণ খাসপাড়া গ্রামে। 

স্থানীয়রা জানান, হাজী অ্যান্ড মরিয়ম কনস্ট্রাকশন নামে এক ঠিকাদারি প্রতিষ্ঠান তাঁতীসূতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুতলা ভবন নির্মাণের কাজ করছে। এরই মধ্যে ৬০ শতাংশ কাজ শেষ হয়েছে বলে দাবি করেছে ঠিকাদারি প্রতিষ্ঠানটি। 

রাজনৈতিক পট পরিবর্তনের পর ঠিকাদারি প্রতিষ্ঠানটিকে কাজ করা বন্ধ রাখতে বলেছেন বিএনপি নেতা মামুন মিয়া। ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক ফরহাদ মোড়লকে ফোন দেন বিএনপির ওই নেতা। 

ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক ফরহাদ মোড়ল বলেন, ‘আমাকে ফোন দিয়েছিলেন বিএনপি নেতা মামুন মিয়া। নানা কথার পরে আমাকে কাজ বন্ধ রাখতে বলেন। তাঁর সাথে সমন্বয় না করে যেন কোনো কাজ না করা হয়।’ 

অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিএনপি নেতা মামুন মিয়া বলেন, ‘আমি তাঁর সাথে দীর্ঘসময় কথা বলেছি। অল্প সময়ের রেকর্ড সবার সামনে আসছে। তবে আমি এলাকার মানুষ হিসেবে কাজের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেছি। তাই আমি বলেছি, সমন্বয় করে কাজ করতে। তবে কাজে বাধা দেওয়া হয়নি।’ 

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে বরমী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মামুন ফকির বলেন, ‘এমন একটি বিষয় শুনেছি। তবে কোনো অন্যায়কে সমর্থন করি না। এ বিষয়ে বিস্তারিত খোঁজ নিয়ে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ: তিন বছরের প্রকল্পে এক যুগে কাজ ৫৪%

মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের ফ্ল্যাট সিলগালা

স্বল্প বাজেট, দুর্বল বাস্তবায়নের চাপে স্বাস্থ্যব্যবস্থা—কর্মশালায় উদ্বেগ

তিতুমীর কলেজে ছাত্রদলের দুপক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১৫ জন

ছিনতাইয়ের মোবাইল ভাগাভাগির দ্বন্দ্বে ট্রেনের ছাদে যুবক খুন, দুই কিশোরসহ গ্রেপ্তার ৪

শিবির নেতার বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

রাজধানীতে দুর্ঘটনা বেশি ঘটে রাতে ও সকালে: রোড সেফটি ফাউন্ডেশন

মাইলস্টোন ট্র্যাজেডি: ১৮৩ দিন পর বাড়ি ফিরল আবিদ

রাজধানীতে নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা অংশ থেকে শিশুর মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জে মেঘনা নদী থেকে যুবকের লাশ উদ্ধার