হোম > সারা দেশ > ঢাকা

হত্যা মামলায় ফের রিমান্ডে সালমান, গ্রেপ্তার আনিসুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সালমান এফ রহমান ও আনিসুল হক। ফাইল ছবি

আওয়ামী লীগ সরকারের পতনের দাবিতে চলা আন্দোলনে এক সবজি বিক্রেতার মৃত্যুর ঘটনায় হওয়া হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

একই মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার দেখানো হয়েছে।

আজ বৃহস্পতিবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. তাজুল ইসলাম সোহাগ এসব আদেশ দেন বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা এসআই আবুল খায়ের।

আজ সকালে হত্যা মামলার ওই দুই আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হলে সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানের চার দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক মো. খাজা গোলাম কিবরিয়া। একই সময়ে তিনি সাবেক মন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।

আসামিপক্ষের আইনজীবী তখন তাঁদের জামিন চেয়ে শুনানি করলে রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আদেশ দেন।

মামলার অভিযোগে বলা হয়, নিহত মো. শাহাবুল ইসলাম শাওন ঢাকার আশুলিয়া এলাকায় ভ্যানগাড়িতে সবজি বিক্রি করতেন। গত ৪ আগস্ট সরকার পতনের আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি। আশুলিয়ার বাইপাইল মোড়ে আরএমএসটি ভবনের কাছে সেদিন শাহাবুল ইসলাম গুলিবিদ্ধ হন। পরে তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় তাঁর বড় ভাই মো. তৌহিদুল মিয়া ১৮ জনের নাম উল্লেখসহ ৩০০-৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে আশুলিয়া থানায় মামলা করেন।

৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৩ আগস্ট নৌপথে পালানোর সময় রাজধানীর সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমান ও আনিসুল হককে গ্রেপ্তার করে পুলিশ।

এরপর বিভিন্ন মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে কয়েক দফায় রিমান্ডে নেওয়া হয়।

বিমানবন্দরের অপহৃত কর্মচারী উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ৪

রাজধানীর কুড়িলে পানির ট্যাংকে শিশুর লাশ, কিশোরী ভাবি গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কমিটি স্থগিত

হাদি হত্যা: শুটার ফয়সালের ‘সহযোগী’ রুবেলকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে পেল সিআইডি

মোহাম্মদপুরে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার, গ্রেপ্তার ৬

স্বেচ্ছাসেবক লীগ নেতা কামরুল ২ দিনের রিমান্ডে

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা কাজী মমরেজ মাহমুদের আয়কর নথি জব্দের নির্দেশ

ঢাকা কলেজ ও আইডিয়াল শিক্ষার্থীদের সংঘর্ষে দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ, বাস ভাঙচুর

দ্বৈত নাগরিকত্বের তথ্য ও সম্পদের তথ্য গোপন করেছেন প্রার্থীরা: টিআইবি

ঢাকা কলেজ-ধানমন্ডি আইডিয়ালের শিক্ষার্থীদের সংঘর্ষ, যান চলাচল বন্ধ