হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

ছাত্রদল নেতার অফিস থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

জাহেদ খন্দকার। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের বন্দর থানা ছাত্রদলের সাবেক সভাপতি আল আমিনের ব্যক্তিগত কার্যালয় থেকে যুবলীগের নেতা জাহেদ খন্দকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার বন্দরের মদনপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

জাহেদ খন্দকার আড়াইহাজার উপজেলার দুপ্তারা ইউনিয়নের পাঁচগাঁও মনিহার গ্রামের আবু সাঈদ খন্দকারের ছেলে এবং উপজেলার দুপ্তারা ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

বিষয়টি নিশ্চিত করে ধামগড় পুলিশ ফাঁড়ির পরিদর্শক মুজাহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, মদনপুর রহমানিয়া উচ্চবিদ্যালয়ের পাশে ছাত্রদলের সভাপতি আল আমিনের কার্যালয়ের ভেতর থেকে তাঁকে আটক করা হয়েছে।

জানতে চাইলে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ‘জাহেদ খন্দকারের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। আমরা বিষয়টি আড়াইহাজার থানা-পুলিশকে অবহিত করেছি। শিগগির তাকে ওই থানায় হস্তান্তর করা হবে।’

এদিকে নিজের কার্যালয় থেকে আটকের বিষয়টি অস্বীকার করে ছাত্রদল নেতা আল আমিন আজকের পত্রিকাকে বলেন, ‘আমি এই সম্পর্কে কিছুই জানি না। আমি বর্তমানে মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রার্থী। আমার বিরোধী পক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই অপপ্রচার চালাচ্ছে।’

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন