হোম > সারা দেশ > ঢাকা

কারখানায় মিলল চেয়ারে হাত-পা বাঁধা নিরাপত্তা কর্মীর গলাকাটা লাশ 

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

মুন্সীগঞ্জের শ্রীনগরে একটি স্টিল অ্যান্ড রি-রোলিং কারখানার নিরাপত্তা কর্মীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় একটি প্লাস্টিকের চেয়ারের সঙ্গে হাত-পা বাঁধা অবস্থায় তাঁকে পাওয়া যায়। 

আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জেলার শ্রীনগর উপজেলার কুকুটিয়া ইউনিয়নের সুরুদিয়া গ্রামের লিজেন্ড স্টিল অ্যান্ড রি-রোলিং কারখানা থেকে লাশটি উদ্ধার করা হয়। 

নিহত আব্দুল কুদ্দুস (৫৫) মাদারীপুরের কাওড়াকান্দি এলাকার মৃত লাল মিয়া আকনের ছেলে। তিনি সপরিবারে ঢাকার জুড়াইন এলাকার বাচ্চু হাজীর বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বাস করতেন। 

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ শুক্রবার কারখানাটি বন্ধ ছিল। ভেতরে লাশ আছে বুঝতে পেরে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে কারখানার টিনের দরজা খুলে ভেতরে ঢুকে চেয়ারে বসা নিরাপত্তা কর্মীর গলা কাটা লাশ দেখতে পায়। 

পুলিশ জানায়, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে মৃতদেহ উদ্ধার করেন তাঁরা। তাঁকে পরিকল্পিতভাবে চেয়ারের সঙ্গে হাত-পা বেঁধে ধারালো কিছু দিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। 

এ বিষয়ে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল তায়েবীর জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস