হোম > সারা দেশ > ঢাকা

আশুলিয়ায় কবর থেকে পাঁচ নারীর কঙ্কাল চুরি

সাভার (ঢাকা) প্রতিনিধি

সাভারের আশুলিয়ায় একটি কবরস্থান থেকে পাঁচ নারীর কঙ্কাল চুরি হয়েছে। আজ শুক্রবার সকালে স্থানীয় লোকজন কয়েকটি কবরের মাটি খোঁড়া অবস্থায় দেখতে পায়।

স্থানীয়রা জানায়, আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের দরগারপাড় এলাকার গাজীর দরগা সরকারি কবরস্থানটিতে নারী-পুরুষের কবরের স্থান আলাদা করা আছে। সেখানে নারীদের কবরস্থান থেকে কঙ্কাল চুরি হয়েছে। স্থানীয়দের ধারণা, গভীর রাতে কবরগুলো খোঁড়া হয়েছে।

মাহমুদা খানম নামের স্থানীয় এক স্কুলশিক্ষিকা বলেন, ‘দেড় বছর আগে আমার মাকে এখানে কবর দেওয়া হয়েছিল। এর পর থেকে প্রতি শুক্রবার মায়ের কবর জিয়ারত করতে আসি। তবে আজ সকালে এসে দেখি, মায়ের কবরে গর্ত। মনে হলো, কবরে মায়ের কঙ্কাল নেই। পরে দেখি, আশপাশের আরও কয়েকটি কবরের একই অবস্থা। পরে আশপাশের লোকজনকে বিষয়টি জানাই।’

স্থানীয় বাসিন্দা মোখলেছুর রহমান বলেন, যে কবরগুলো থেকে কঙ্কাল চুরি হয়েছে, সেগুলো সবই পুরোনো কবর। এই কবরস্থানে অনেক বেওয়ারিশ লাশও কবর দেওয়া হয়।

এর আগে ২০২১ সালে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের জান্নাতুল বাকী কবরস্থান থেকে ১৬টি, ২০১৯ সালে আশুলিয়া ইউনিয়নের শ্রীখণ্ডীয়া কবরস্থান থেকে ৭টি এবং ২০১৫ সালে পাথালিয়া ইউনিয়নের গোকুলনগর কবরস্থান থেকে ১৩টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছিল। তবে সেসব ঘটনায় কাউকে আটক করার কথা শোনা যায়নি।

এ বিষয়ে জানতে চাইলে আশুলিয়া থানার ডিউটি কর্মকর্তা সুমন চন্দ্র গাইন আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা এখনো এ ধরনের কোনো খবর পাইনি। পেলে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট