হোম > সারা দেশ > রাজবাড়ী

পাসপোর্টের জন্য ৭ মাস ঘুরে ‘দালালকে’ পুলিশে দিলেন ভুক্তভোগী 

রাজবাড়ী প্রতিনিধি

অতিরিক্ত টাকা নিয়েও পাসপোর্ট করে না দেওয়ায় অভিযোগে তছির খান (৩৫) নামে এক দালালকে পুলিশে দিয়েছেন ভুক্তভোগী। পরে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছেন।

আজ বৃহস্পতিবার সকালে রাজবাড়ী শহরের আলাদীপুর এলাকায় অবস্থিত আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে এ ঘটনা ঘটে। 

গ্রেপ্তার তছির খান আলাদীপুর এলাকার বাসিন্দা ও পাসপোর্ট অফিসের সামনে ভেনাস ফার্মেসি নামে তাঁর ওষুধের দোকান রয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী হলেন—রাকিব হোসেন মৃধা। তিনি পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়নের গাড়াল গ্রামের বাসিন্দা। 

ভুক্তভোগী রাকিব হাসান আজকের পত্রিকাকে জানান, ২০২২ সালের ১০ জুলাই তিনি পাসপোর্ট করার জন্য রাজবাড়ী আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে তছির খানের ফার্মেসির সামনে অবস্থান করছিলেন। ওই সময় তছির খান তাঁর সঙ্গে সখ্যতা গড়ে তুলে এক সপ্তাহের মধ্যে পাসপোর্ট করে দেবেন বলে আশ্বস্ত করেন। এ জন্য তিনি ১৫ হাজার টাকা দাবি করে। রাকিব ওই দিনই সাড়ে ১২ হাজার টাকা তছির খানকে দেন। বাকি টাকা পাসপোর্ট পাওয়ার পর দেবেন বলে জানান। পরে ১৮ জুলাই পাসপোর্ট আনার জন্য গেলে অভিযুক্ত আরও কিছুদিন সময় চান। সে সময় অতিবাহিত হলেও পাসপোর্ট দিতে না পারায় ভুক্তভোগী তাঁর টাকা ফেরত চান। কিন্তু তছির খান টাকা না দিয়ে নানান টালবাহানা শুরু করে। 

ভুক্তভোগী আরও জানান, বৃহস্পতিবার সকালে তছিরের কাছে পুনরায় টাকা ফেরত চাইতে গেলে, একই রকম টালবাহানা শুরু করেন। এ সময় ভুক্তভোগী আইনের আশ্রয় নেওয়ার কথা জানালে, তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন তছির। এ সময় ভুক্তভোগী স্থানীয়দের সহায়তায় তছিরকে আটক করে পুলিশে দেন। 

এ বিষয়ে রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদত হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘এ ব্যাপারে মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তার করে আদালতে চালান করা হয়েছে।’

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ