হোম > সারা দেশ > গাজীপুর

ভোটের পরদিন উদ্ধার সেই নিখোঁজ কাউন্সিলর প্রার্থী

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈরে নিখোঁজের পাঁচ দিন পর কাউন্সিলর প্রার্থী মেহেদী হাসানকে উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সকালে গাজীপুরের জয়দেবপুরের যুগীচালা এলাকা থেকে তাঁকে উদ্ধার করে কালিয়াকৈর থানা-পুলিশ।

মেহেদী হাসান কালিয়াকৈর পৌরসভা নির্বাচনে ৯নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ছিলেন। 

পুলিশ ও পরিবারসূত্রে জানা যায়, কাউন্সিলর প্রার্থী মেহেদী হাসান গত বৃহস্পতিবার বাড়ি থেকে মসজিদে যাওয়ার কথা বলে বের হয়ে নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজি করেও তাঁকে না পেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে পরিবার। অবশেষে আজ সকালে জয়দেবপুর এলাকার যুগীচালার একটি দোকানের সামনে থেকে কালিয়াকৈর থানা-পুলিশ তাঁকে উদ্ধার করে।

গতকাল রোববার দিবাগত রাত ৩টার দিকে ফেসবুকে স্টাটাস দেন মেহেদী। স্টাটাসে তিনি লেখেন, ‘বিসমিল্লাহির রহমানির রাহিম, প্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ সুস্থ আছি, আপনাদের দোয়ায় ভালো আছি। আপনাদের সহযোগিতায় আমার আগামী দিনের পথচলা সুন্দর হবে ইনশাআল্লাহ। নির্বাচন অথবা কাউন্সিলর এটাতো উসিলা মাত্র, আমি সারাজীবন আপনাদের পাশে থেকে আপনাদের হয়ে কাজ করে যাবো ইনশাআল্লাহ।’

এই ফেসবুক স্ট্যাটাস এর সূত্র ধরে আজ সকালে জয়দেবপুর এলাকার যুগীচালার একটি দোকানের সামনে থেকে কালিয়াকৈর থানা পুলিশ তাঁকে উদ্ধার করে।    

কাউন্সিলর প্রার্থী মেহেদী হাসান অভিযোগ করেন, প্রতিপক্ষরা বিভিন্নভাবে ভয়ভীতি দেখানোর কারণে সন্তানের নিরাপত্তার জন্য নিজেই আত্মগোপন করেছিলেন। 

কালিয়াকৈর থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী বলেন, নিখোঁজের পাঁচ দিন পর মেহেদী হাসানকে গাজীপুর থেকে উদ্ধার করা হয়। তিনি সুস্থ আছেন। আপাতত থানা হেফাজতে আছেন। কোনো অভিযোগ না থাকলে পরিবারের জিম্মায় তাঁকে ছেড়ে দেওয়া হবে।

উল্লেখ্য, গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার নির্বাচন কাউন্সিলর প্রার্থী ছিলেন মেহেদী হাসান। গতকাল রোববার এ পৌর নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির