হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষে তরুণ নিহত, আহত ৩

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষে জুলফিকার ইসলাম দিশান (১৮) নামের এক তরুণ নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন তিনজন। আজ শুক্রবার দুপুরে সদর উপজেলার সাদুল্লারচর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত দিশান ময়মনসিংহের নান্দাইল উপজেলার নান্দাইল ভূঁইয়াপাড়া এলাকার আবুল ইসলামের ছেলে। আহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার গোলাপ মিয়ার ছেলে নাজমুল ইসলাম (২০)। 

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন কটিয়াদী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মুজিবুর রহমান। তিনি বলেন, একজনের মৃত্যু ঘটনাস্থলেই হয়েছে। তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। 

এসআই মুজিবুর ও কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, আজ দুপুরে কিশোরগঞ্জ সদর উপজেলার সাদুল্লারচর বাজারের এলাকায় কিশোরগঞ্জ-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দিশান নিহত হন। মোটরসাইকেল আরোহী নাজমুলকে স্থানীয়রা উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। অন্য দুজনের পরিচয় পাওয়া না গেলেও তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ নিহতের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন