হোম > সারা দেশ > ঢাকা

গাইবান্ধার ২২ মুক্তিযোদ্ধাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত অবৈধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গাইবান্ধার গোবিন্দগঞ্জের ২২ নৌ কমান্ডোকে মুক্তিযোদ্ধার গেজেট থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। এসংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে জারি করা রুল যথাযথ ঘোষণা করে আজ বৃহস্পতিবার বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি কাজী এবাদত হোসেনের বেঞ্চ এই রায় দেন। এর আগে ২২ জন মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের করা রিটের পরিপ্রেক্ষিতে ২০১৬ সালের ৯ মে হাইকোর্ট রুল জারি করেন, যা আজ নিষ্পত্তি করে রায় দেওয়া হলো।

আদালতে আবেদনকারীদের পক্ষে ছিলেন ব্যারিস্টার তৌফিক ইনাম টিপু। তিনি বলেন, রায়ে আদালত বলেছেন, গেজেটভুক্ত মুক্তিযোদ্ধাদের সাবকমিটির মাধ্যমে বাদ দেওয়ার এক্তিয়ার জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের নেই। ২০০৩ সালে ৪৭২ জনের তালিকা থেকে ২২ জনকে অন্তর্ভুক্ত করতে সুপারিশ করে এসংক্রান্ত কমিটি। পরে ২০০৫ সালে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় তাঁদের মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্ত করে এবং রাষ্ট্রীয় সম্মানী ভাতা পেয়ে আসছেন তাঁরা। কিন্তু আবারও যাচাই-বাছাই করে ওই ২২ জনসহ ২৪ জনকে বাদ দিতে ২০১৬ সালের ৭ এপ্রিল জামুকা সিদ্ধান্ত গ্রহণ করে।

জামুকার ওই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রামপুরা গ্রামের মো. আব্দুল হান্নান সরকারসহ ২২ মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যরা রিট করেন। ওই রিটের পরিপ্রেক্ষিতে ২০১৬ সালের ৯ মে হাইকোর্ট রুল জারি করেন। রুলে ওই মুক্তিযোদ্ধাদের গেজেট থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়। সেই সঙ্গে তাঁদের বাদ দেওয়ার সিদ্ধান্তও স্থগিত করেন আদালত।

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’