হোম > সারা দেশ > মাদারীপুর

মাদারীপুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রাণ গেল স্কুলছাত্রীর, জেলায় প্রথম

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন ওই শিশুর মৃত্যু হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে এটিই জেলার প্রথম মৃত্যু বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। 

ওই শিশুর নাম—আরিফা আক্তার (৯)। সে সদর উপজেলার শিরখাড়া মাদারীপুরের রথেরবাড়ি এলাকার জহিরুল হক খানের মেয়ে। আরিফা ৬৬ নম্বর নতুন রাজারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল। 

পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, আরিফা আক্তার নিজ বাড়িতে ডেঙ্গু জ্বরে আক্রান্তে হয়। পরে গতকাল শনিবার সকালে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার দুপুরে মারা যায় সে। 

মাদারীপুর সদর হাসপাতালের ডেঙ্গু প্রতিরোধ ইউনিটের প্রধান সমন্বয়ক ইকরাম হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘মাদারীপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এক স্কুলছাত্রী মারা গেছে। এ ছাড়াও গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ৫৯ জন।’ 

তিনি আরও বলেন, ‘এ নিয়ে জেলায় ৮৭৩ জন আক্রান্ত হলো। চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ৭৫৮ জন। জেলা সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন ১১৪ জন রোগী।’ 

এ বিষয়ে মাদারীপুর জেলা সিভিল সার্জন মো. মুনির আহম্মদ খান আজকের পত্রিকাকে বলেন, ‘ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজন শিশুর মৃত্যু হয়েছে। জেলায় এটিই প্রথম ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা। ডেঙ্গু প্রতিরোধে আরও ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ