হোম > সারা দেশ > মাদারীপুর

শিবচরে কোটা আন্দোলনে নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্বালন

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে দেশব্যাপী নিহতদের স্মরণে মাদারীপুর জেলার শিবচরে মোমবাতি প্রজ্বালন এবং এক মিনিট নীরবতা পালন করেছেন শিক্ষার্থীরা। 

গতকাল শনিবার রাতে পঞ্চমালা বাংলাদেশ পক্ষ থেকে শিবচর উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে এই মোমবাতি প্রজ্বালনের আয়োজন করা হয়। 

ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এই কর্মসূচিতে আন্দোলনে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এতে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের পাশাপাশি নানা শ্রেণি-পেশার মানুষ মোমবাতি প্রজ্বালন করে অংশ নেন। 

এ সময় তাঁরা নিজ নিজ অবস্থান থেকে রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় সচেষ্ট থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তাঁরা সব অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রাখার কথাও জানান। 

এ সময় শিক্ষার্থীরা বলেন, ‘আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে গুলি চালিয়ে নির্বিচারে ভাইদের হত্যা করা হয়েছে। এ হত্যাকাণ্ডে জড়িতদের বিচার করতে হবে। আমাদের শহীদ ভাইদের জন্যই স্বৈরাচারী সরকারের হাত থেকে মুক্তি পেয়েছি আমরা। আমরা তাদের সারা জীবন মনে রাখব।’ 

কর্মসূচিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও পঞ্চমালা বাংলাদেশের প্রতিষ্ঠাতা তাসনোভা তুশিন, সভাপতি মো. হাসানুর রহমান, সাধারণ সম্পাদক অয়ন কুমার সরকারসহ স্থানীয় সাধারণ শিক্ষার্থী ও অন্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল