হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর খিলগাঁওয়ের একটি স্কুলের তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে ওই স্কুলের বাংলা শিক্ষক রোকনুজ্জামানকে গ্রেপ্তার করেছে রামপুরা থানা-পুলিশ। আজ বুধবার বিকেলে হাজীপাড়ার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, দীর্ঘদিন ধরে শিশুটিকে যৌন নির্যাতন করে আসছিলেন ওই শিক্ষক। 

এ বিষয়ে রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘বেশ কয়েক মাস ধরে অভিযুক্ত শিক্ষক শিশুটিকে যৌন নির্যাতন করে আসছিল। কিন্তু ভয়ে শিশুটি কাউকে বলতে পারেনি। এ মাসের ৮ তারিখে তাকে সর্বশেষ নির্যাতন করেছে বলে জানতে পেরেছি। গতকাল মঙ্গলবার শিশুটি তার বাবা-মাকে বিষয়টি জানিয়েছে। অনেকবার নির্যাতনের শিকার হওয়ায় শিশুটি ট্রমাটাইজ হয়ে পড়েছিল। তাকে মনস্তত্ত্ববিদের কাছেও নেওয়া হয়েছিল। 

রফিকুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে। আজ বুধবার বিকেলে রামপুরার হাজীপাড়া থেকে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হবে।’ 

রফিকুল ইসলাম জানান, শিশুটির বাবা-মা শিশুটিকে বাসায় পড়ানোর জন্য একজন শিক্ষক ঠিক করেছিলেন। কিন্তু ওই শিক্ষক না এসে তিনি রোকনুজ্জামানকে শিশুটির বাসায় পাঠান। শিশুটি রোকনুজ্জামানকে দেখে ভয়ে আঁতকে ওঠে এবং চিৎকার করে বলে, ‘তিনি আমাকে মেরে ফেলবেন। তার কাছে পড়ব না।’ 

শিশুটির বাবা আজকের পত্রিকাকে বলেন, ‘পড়াতে আসার পরে বাচ্চাটা এমন ভয় পেয়েছে দেখে আমরা মনস্তত্ত্ববিদের সঙ্গে যোগাযোগ করি। এর আগে আমরা কিছুই জানতাম না। ওকে প্রচুর ভয়ভীতি দেখিয়েছে। এই ঘটনার পরে বাচ্চাটা একটু একটু বলা শুরু করেছে। আমরা তার সর্বোচ্চ বিচার চাই যেন আর কেউ কোনো শিশুর সঙ্গে এমন আচরণ করতে না পারে।’ 

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক

এলপিজির সংকট কাটছে না শিগগির

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বিস্ফোরণে ৭ জন দগ্ধ