হোম > সারা দেশ > ঢাকা

হাফ-পাসের দাবিতে রাস্তায় ঢাকা কলেজের শিক্ষার্থীরা

ঢাবি প্রতিনিধি

শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া কার্যকর এবং বাসে দুর্ব্যবহার বন্ধের দাবিতে রাস্তা আটকে বিক্ষোভ করছে রাজধানীর ঢাকা কলেজের শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় ঢাকা কলেজের মূল ফটকের সামনে বিক্ষোভ শুরু করে এবং পরে তারা সড়ক অবরোধ করে।

এ সময় অবিলম্বে হাফ ভাড়া কার্যকর করতে এবং শিক্ষার্থীদের সঙ্গে পরিবহন শ্রমিকদের বাজে ব্যবহার বন্ধ করার দাবিতে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। এ ছাড়া বেশ কয়েকটি গাড়িও আটক করে শিক্ষার্থীরা। 

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরেই ঢাকা কলেজের শিক্ষার্থীদের দাবি ছিল বাসে শিক্ষার্থীদের হাফ ভাড়া নিশ্চিত করা। কিন্তু হাফ ভাড়া না নিয়ে উল্টো শিক্ষার্থীদের সঙ্গে প্রায়ই বাজে ব্যবহার করেন পরিবহন শ্রমিকেরা। এতে করে সমস্যায় পড়তে হয় এয়ারপোর্ট, উত্তরা, মিরপুর, যাত্রাবাড়ী, খিলগাঁওসহ আশপাশ থেকে কলেজে আসা শিক্ষার্থীদের। তাই এসব শিক্ষার্থীর দাবি, যেন অবিলম্বে হাফ ভাড়া নিশ্চিত করা হয় এবং কোনোভাবেই পরিবহন শ্রমিকেরা যেন শিক্ষার্থীদের সঙ্গে খারাপ আচরণ না করে। 

ঢাকা কলেজের শিক্ষার্থী তামিম ইকবাল বলেন, ‘কলেজের সামনে দিয়ে যাতায়াত করা গাজীপুর-এয়ারপোর্টগামী বিকাশ, ভিআইপি-২৭, মিরপুরগামী মিরপুর লিংক, মিরপুর মেট্রোসহ বিভিন্ন পরিবহনে শিক্ষার্থীদের সঙ্গে বাজে ব্যবহার করা হয়। তারা হাফ ভাড়া নিতে চায় না। আমাদের সুস্পষ্ট দাবি, ঢাকা কলেজের শিক্ষার্থীদের কাছ থেকে হাফ ভাড়া নিতে হবে।’ 

তবে বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধানের প্রস্তাব দিয়েছেন ঢাকা কলেজের শিক্ষকেরা। সকাল সাড়ে ১০টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে আসেন ঢাকা কলেজের শিক্ষক পরিষদ সম্পাদক ড. আব্দুল কুদ্দুস সিকদার, কোষাধ্যক্ষ ওবায়দুল করিম রিয়াজ, দক্ষিণ হলের তত্ত্বাবধায়ক মোহাম্মদ আনোয়ার মাহমুদ, নিবিড় পর্যবেক্ষণ কমিটির আহ্বায়ক অধ্যাপক সঞ্জয় বিশ্বাসসহ সিনিয়র শিক্ষকেরা। তবে শিক্ষার্থীরা তাঁদের দাবিতে অনড় রয়েছে।

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন দুই দিন পিছিয়ে শনিবার, থাকবে বিআরটিসির বাস সার্ভিস

রাজধানীর বসুন্ধরায় আইনজীবীকে পিটিয়ে হত্যা

রাজধানীর হাজারীবাগে যুবককে কুপিয়ে হত্যা

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ