হোম > সারা দেশ > ঢাকা

বিমানের নিয়োগ পরীক্ষা দিতে না পেরে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

বাংলাদেশ বিমান এয়ারলাইনসের নিয়োগ পরীক্ষা নির্ধারিত সময়ে না হওয়ায় বিক্ষোভ করেছেন চাকরিপ্রার্থীরা। পরবর্তীতে পরীক্ষা স্থগিতের ঘোষণা দিলে বিক্ষোভকারীরা চলে যান। রাজধানী উত্তরার ৭ নম্বর সেক্টরের উত্তরা হাইস্কুল এন্ড কলেজ কেন্দ্রে আজ শুক্রবার বিকেল সোয়া ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত বিক্ষোভ করেন পরীক্ষার্থীরা। 

সেখানে আসা পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, আজ বিকেল ৩টা থেকে সারা দেশে একযোগে বাংলাদেশ বিমান এয়ারলাইনসের গ্রাউন্ড সার্ভিস এ্যাসিসটেন্ট’ পদে নিয়োগ পরীক্ষার নির্ধারিত সময় ছিল। কিন্তু রহস্যজনক কারণে উত্তরা হাই স্কুল এন্ড কলেজ কেন্দ্রটিতে পরীক্ষা হয়নি। বিকেল ৩টায় পরীক্ষা শুরু করতে না পেরে বিমান কর্তৃপক্ষ এক ঘণ্টা পর ৪টায় পরীক্ষা হবে বলে জানায়। কিন্তু ৪টাতেও পরীক্ষা শুরু হয়নি। পরে সোয়া ৪টার দিকে পরীক্ষার্থীরা পরীক্ষার হল থেকে বেরিয়ে বিক্ষোভ শুরু করেন।

কয়েকজন চাকরিপ্রার্থী আজকের পত্রিকাকে বলেন, ঢাকায় ২০টি কেন্দ্রে এই পদে ৩৩ হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। যার মধ্যে উত্তরা হাইস্কুল এন্ড কলেজ কেন্দ্রটিতে সাড়ে তিন হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করার কথা ছিল।

নাম প্রকাশে অনিচ্ছুক এক চাকরিপ্রার্থী বলেন, ‘বিমান বাংলাদেশ এয়ারলাইনস কর্তৃপক্ষ এ কেন্দ্রের পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে। পরে আমরা সারা দেশের পরীক্ষা স্থগিতের জন্য আন্দোলন করলে তারা তা মেনে নেয়। পরে আমরা আন্দোলন স্থগিত করি।’

এ সময় এই কেন্দ্রটিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (করপোরেট সেফটি এন্ড কোয়ালিটি) নিরঞ্জন রায়, পরিচালক (অর্থ) নওশেদ হোসেন, যুগ্ম সচিব সিদ্দিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কারও বক্তব্য পাওয়া যায়নি। 

পরীক্ষা কেন্দ্রটিতে থাকা উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘পরীক্ষা না হওয়ার কারণে পরীক্ষার্থীরা মাঠে নেমে আন্দোলন করেছিলেন। পরে বিমান বাংলাদেশ এয়ারলাইনস কর্তৃপক্ষের আশ্বাসে তাঁরা আন্দোলন স্থগিত করেন। পরীক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আন্দোলন চলাকালে কেন্দ্রটিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল।’

পাঁচ চীনা নাগরিকসহ টেলিগ্রাম প্রতারণা চক্রের ৮ জন গ্রেপ্তার, ৫১ হাজারের বেশি সিম জব্দ

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার