হোম > সারা দেশ > ঢাকা

কথিত পীরের মরদেহ ১০ দিনেও দাফন হয়নি, হাইকোর্টে রিট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সেগুনবাগিচার পাঞ্জেরিয়া দরবারের জায়গায় কথিত পীর ইয়াহিয়া হাসানের মরদেহ দাফন না করতে হাইকোর্টে রিট করা হয়েছে। সেই সঙ্গে জেলা প্রশাসকের কাছে দেওয়া আবেদন নিষ্পত্তির নির্দেশনা চাওয়া হয়েছে। এ ছাড়া আবেদনে লিজকৃত জায়গার ওপর স্থিতাবস্থা চাওয়া হয়েছে। রিটে বিবাদী করা হয়েছে–ভূমি সচিব, ঢাকার বিভাগীয় কমিশনার, ঢাকার জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবং ওসি রমনাকে।

লিজের শর্ত ভঙ্গ হবে এমন যুক্তিতে সোমবার রিটটি করেন আরেক কথিত পীর সৈয়দ মো. ইয়ামিনুল হাসান চিশতী। 

রিটকারির আইনজীবী এম. আতিকুর রহমান জানান, ইয়ামিনুলের আপন চাচা সৈয়দ ইয়াহিয়া হাসান খেলাফতপ্রাপ্ত হন খাজা নিজাম উদ্দিন আউলিয়া দরবার শরিফ থেকে। আর একই দরবার থেকে ২০১৭ সালে খেলাফত প্রাপ্ত হয়ে ইয়ামিনুল হাসান চিশতী পাঞ্জেরিয়া দরবার শরিফের গদিনসীন হয়ে পীরের দায়িত্ব গ্রহণ করেন।

গত ২৪ ডিসেম্বর ইয়াহিয়া হাসান মারা যান। তখন তাঁর মরদেহ দরবার শরিফে দাফন করতে তাঁর অনুসারীরা ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসকের কাছে আবেদন করে। ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) উভয় পক্ষকে ডেকে মরদেহ দরবার শরিফের জায়গায় দ্রুত দাফন করতে বলেন। 

ইয়ামিনুল ওই সময় বলেন, এই জায়গায় দাফন করলে লিজের শর্ত ভঙ্গ হবে। এরপরও অতিরিক্ত জেলা প্রশাসক চাপ প্রয়োগ করলে ৩০ ডিসেম্বর ইয়ামিনুল জেলা প্রশাসকের কাছে আবেদন করেন। ওই আবেদন নিষ্পত্তি না করায় হাইকোর্টে রিট করেন তিনি।

বিমানবন্দরের অপহৃত কর্মচারী উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ৪

রাজধানীর কুড়িলে পানির ট্যাংকে শিশুর লাশ, কিশোরী ভাবি গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কমিটি স্থগিত

হাদি হত্যা: শুটার ফয়সালের ‘সহযোগী’ রুবেলকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে পেল সিআইডি

মোহাম্মদপুরে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার, গ্রেপ্তার ৬

স্বেচ্ছাসেবক লীগ নেতা কামরুল ২ দিনের রিমান্ডে

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা কাজী মমরেজ মাহমুদের আয়কর নথি জব্দের নির্দেশ

ঢাকা কলেজ ও আইডিয়াল শিক্ষার্থীদের সংঘর্ষে দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ, বাস ভাঙচুর

দ্বৈত নাগরিকত্বের তথ্য ও সম্পদের তথ্য গোপন করেছেন প্রার্থীরা: টিআইবি

ঢাকা কলেজ-ধানমন্ডি আইডিয়ালের শিক্ষার্থীদের সংঘর্ষ, যান চলাচল বন্ধ