ঢাকা হযরত শাহজালাল বিমানবন্দরসহ আরও ২টি আন্তর্জাতিক বিমান বন্দরে র্যাপিড টেস্টের জন্য জরুরি ভিত্তিতে পিসি আর ল্যাব স্থাপনের দাবি জানিয়েছে আরব আমিরাত ফেরত রেমিট্যান্স যোদ্ধা পরিবার।
বুধবার (২৫ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে তাঁরা প্রধানমন্ত্রীর কাছে এ দাবি জানান।
মানববন্ধনে তাঁরা বলেন, আমরা প্রবাসীরা ফিরে যেতে চাই। করোনা মহামারিতে যারা আরব আমিরাত থেকে দেশে এসেছে তাঁরা ফিরে যেতে পারছে না। কারণ আরব আমিরাত থেকে বলা হয়েছে, র্যাপিড টেস্ট সার্টিফিকেট নিয়ে যাওয়ার জন্য। তা ছাড়া কর্মস্থল যেতে দেবে না। এরই মধ্যে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা তাঁদের বিমান বন্দরে র্যাপিড টেস্ট ল্যাব চালু করেছে। এই তিন দেশ তাঁদের রেমিট্যান্স যোদ্ধাদের ফিরে যাওয়ার জন্য সুযোগ করে দিচ্ছে। কিন্তু আমাদের অবস্থান এখনো বুঝতে পারছি না। আমাদের যাদের টিকা দেওয়া আছে, টিকিট আছে কিন্তু যেতে পারছি না র্যাপিড টেস্ট না থাকার কারণে।
প্রধানমন্ত্রীর কাছে অবিলম্বে বিমানবন্দরে পিসি আর ল্যাব স্থাপনের দাবি জানিয়ে তাঁরা বলেন, আমরা আবার প্রবাসে ফিরে গিয়ে নিজের পরিবারের সচ্ছলতা ফিরিয়ে আনতে চাই। দেশের অর্থনীতি উন্নয়নেও নতুন করে ভূমিকা রাখতে চাই।