গাজীপুরের শ্রীপুরে জালাল উদ্দিনের (৬৫) নামের এক ব্যক্তি স্ট্রোক করে মারা যান। তাঁর মরদেহ দেখতে এসে বড় ভাই জামাল উদ্দিনেরও (৬৭) মৃত্যু হয়েছে। পর পর দুই ভাইয়ের মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম।
গতকাল বুধবার রাতে শ্রীপুর পৌর শহরের মাওনা চৌরাস্তা এলাকায় ছোট ভাই মারা যায়। আজ বৃহস্পতিবার সকালে ছোট ভাইয়ের মৃতদেহের পাশে এসে বড় ভাইয়েও মৃত্যু হয়। পরিবারের সদস্যরা জানিয়েছেন, তাঁরা দুজনেই হৃদ্রোগে আক্রান্ত ছিল।
তাঁরা মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার কলমা গ্রামের সুলতান শেখের ছেলে। তাঁদের মধ্যে ছোট ভাই জালাল উদ্দিন দীর্ঘ দিন থেকে শ্রীপুর পৌরসভার মাওনা চৌরাস্তা এলাকায় কিতাব আলী প্লাজায় ইলেকট্রনিকসের ব্যবসা করতেন। বড় ভাই জামাল উদ্দিন গ্রামে কৃষি কাজ করতেন।
স্থানীয় ব্যবসায়ী রুহুল আমিন বলেন, জালাল উদ্দিনের মৃত্যুর খবরে তাঁর বড় ভাই গ্রাম থেকে ভোরে মাওনা আসেন। মরদেহের পাশে বসার কিছুক্ষণ পর তিনিও অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয় একটি ক্লিনিকে নিলে এর আগেই তাঁর মৃত্যু হয়েছে বলে জানান চিকিৎসকেরা।
নিহত জালালের ছেলে নাহিদুল ইসলাম বলেন, ‘আমার বাবা-চাচা দুজনেই হৃদ্রোগে আক্রান্ত ছিলেন। হঠাৎ করে বাবা অসুস্থ হয়ে স্ট্রোক করে মারা যান। এ খবরে ছুটে এসে চাচাও মরদেহের পাশে এসে অসুস্থ হয়ে মারা যান। বাবার জানাজা মাওনাতে হয়েছে। আর চাচার মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে যাচ্ছে।’
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, এ বিষয়ে জানা নেই।