হোম > সারা দেশ > ঢাকা

ঢাকা রিজেন্সি, খাজানাসহ তিন রেস্তোরাঁ সিলগালা, জরিমানা

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর খিলক্ষেতের ঢাকা রিজেন্সি, উত্তরার খাজানা রেস্টুরেন্ট এবং দ্যা হোয়াইট হল বাফেট অ্যান্ড রেস্টুরেন্টকে সিলগালা করেছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া রিজেন্সি হোটেল ও প্যারাডাইজ ভবনের মালিককে ৫ লাখ টাকা করে ১০ লাখ টাকা জরিমানা করা হয়।

উত্তরার ৩ নম্বর সেক্টর ও খিলক্ষেত এলাকায় আজ রোববার বেলা সাড়ে ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান।

এ সময় রাজউক জোন-২/১-এর অথোরাইজড অফিসার প্রকৌশলী পলাশ সিকদারসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এতে থানা-পুলিশও সহযোগিতা করে।

উত্তরায় অভিযানকালে রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান বলেন, কয়টি ভবনে অভিযান পরিচালনা সময় ভবনের মালিকেরা রাজউকের অনুমোদিত নকশা দেখাতে ব্যর্থ হন। একই সঙ্গে তাঁরা যেন পরবর্তীকালে রাজউকের অনুমোদিত নকশা দেখিয়ে ব্যবসা পরিচালনা করার মর্মে ভবনের মালিকদের থেকে নন-জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা নেন। 

কামরুজ্জামান বলেন, জসীমউদ্‌দীনের প্যারাডাইস ভবনটি ১৪তলা। ভবনের ৬তলা পর্যন্ত কমার্শিয়াল। বাকি তলাগুলো আবাসিক। কিন্তু প্যারাডাইস ভবনের মালিক সাততলা থেকে বাকি তলাগুলো বাণিজ্যিকভাবে ভাড়া দিয়ে আসছেন। এ জন্য প্যারাডাইস ভবনের মালিককে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়। সেই সঙ্গে ওই ভবনে থাকা দ্যা হোয়াইট হল বাফেট অ্যান্ড রেস্টুরেন্টকে সিলগালা করা হয়। একই অভিযোগে খাজানা রেস্টুরেন্টকে সিলগালা করা হয়েছে।

রাজউকের অথোরাইজড অফিসার পলাশ সিকদার আজকের পত্রিকাকে বলেন, খিলক্ষেতের ঢাকা রিজেন্সি হোটেলের আংশিক সিলগালা করা হয়েছে। সেই সঙ্গে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আরও কিছু রেস্টুরেন্টকে ১৫ দিন সময় দেওয়া হয়েছে, সেগুলো সরিয়ে নেওয়ার জন্য।

বিমানবন্দরের অপহৃত কর্মচারী উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ৪

রাজধানীর কুড়িলে পানির ট্যাংকে শিশুর লাশ, কিশোরী ভাবি গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কমিটি স্থগিত

হাদি হত্যা: শুটার ফয়সালের ‘সহযোগী’ রুবেলকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে পেল সিআইডি

মোহাম্মদপুরে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার, গ্রেপ্তার ৬

স্বেচ্ছাসেবক লীগ নেতা কামরুল ২ দিনের রিমান্ডে

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা কাজী মমরেজ মাহমুদের আয়কর নথি জব্দের নির্দেশ

ঢাকা কলেজ ও আইডিয়াল শিক্ষার্থীদের সংঘর্ষে দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ, বাস ভাঙচুর

দ্বৈত নাগরিকত্বের তথ্য ও সম্পদের তথ্য গোপন করেছেন প্রার্থীরা: টিআইবি

ঢাকা কলেজ-ধানমন্ডি আইডিয়ালের শিক্ষার্থীদের সংঘর্ষ, যান চলাচল বন্ধ