হোম > সারা দেশ > ঢাকা

শ্রীপুরে গ্রেপ্তার ৪৩ শ্রমিক কারাগারে

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  

ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের শ্রীপুরে ডিজাইন টেক্স নিটওয়্যার কারখানায় হামলা, ভাঙচুর ও কর্মকর্তাদের অবরুদ্ধ করে মারধরের ঘটনায় ৪৩ জনের নাম উল্লেখসহ ৬৮ শ্রমিকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে কারখানা কর্তৃপক্ষ।

বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক।

গতকাল শনিবার দিবাগত রাতে ডিজাইন টেক্স নিটওয়্যার কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা মো. ইলিয়াস হোসাইন বাদী হয়ে শ্রীপুর থানার মামলা করেছেন। এ ঘটনায় গ্রেপ্তার ৪৩ জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

মামলা সূত্রে জানা যায়, ৪ জুন সব বিধি অনুসরণ করে ৭ জন শ্রমিককে বরখাস্ত করে কারখানা কর্তৃপক্ষ। ঈদুল আজহার দীর্ঘ ছুটির পর গতকাল শনিবার কারখানা চালু করা হয়। সকালে শ্রমিকেরা কাজে এসে সাত শ্রমিক বরখাস্তের বিষয়ে জেনে আন্দোলন শুরু করেন। কারখানার কর্মকর্তাদের অবরুদ্ধ করে মারধর করে কমপক্ষে ১০ জন কর্মকর্তাকে আহত করে। উত্তেজিত শ্রমিকেরা কারখানার কম্পিউটার, সিসিটিভি ক্যামেরাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ আসবাব ভাঙচুর করে প্রায় দুই কোটি টাকার ক্ষতি করে।

খবর পেয়ে শ্রীপুর থানা, শিল্প পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে চেষ্টা করে। একপর্যায়ে সেনাবাহিনীর সদস্যরা এসে অবরুদ্ধ কর্মকর্তাদের উদ্ধার করেন। শ্রমিকদের কারখানা থেকে সরিয়ে দিতে সক্ষম হন। এ সময় শ্রমিকেরা সেনাবাহিনী ও পুলিশের ওপর ব্যাপকভাবে ইটপাটকেল নিক্ষেপ করেন। ঘটনাস্থলে অভিযান চালিয়ে ৪৩ জনকে আটক করেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, ডিজাইন টেক্স নিটওয়্যার কারখানায় হামলা-ভাঙচুরের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থল থেকে ৪৩ জনকে আটক করে। গতকাল শনিবার দিবাগত রাতে কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা ইলিয়াস হোসাইন বাদী হয়ে ৪৩ জনসহ ৬৮ জনের বিরুদ্ধে মামলা করেছেন। আজ রোববার গ্রেপ্তার ৪৩ জনকে আদালতে সোপর্দ করা হয়। বাকিদের গ্রেপ্তার করতে কাজ করছে পুলিশ।

ফাতেমা এবার জাইমা রহমানের ছায়াসঙ্গী!

বাকি আছে ২২ দিন, এর মধ্যে হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন: ইনকিলাব মঞ্চ

সাভারে নিজ বাড়িতে ব্যবসায়ীর দুই চোখ ওপড়ানো লাশ

বিটিআরসি ভবনে হামলার মামলায় ৪৫ আসামি কারাগারে

বিটিআরসি ভবনে হামলায় ৫৫ জনের নামে মামলা

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগে ইনকিলাব মঞ্চ

রাজধানীতে বাসা থেকে নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, স্বামীর দাবি—আত্মহত্যা

ঘন কুয়াশায় শাহজালালে নামতে না পেরে চট্টগ্রাম-কলকাতা-ব্যাংককে গেল ৯ ফ্লাইট

বিটিআরসি ভবনে হামলার ঘটনায় ২৬ জন আটক

হাদি হত্যা: সঞ্জয় ও অস্ত্রসহ গ্রেপ্তার ফয়সালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি