হোম > সারা দেশ > ঢাকা

সামরিক বাহিনীর পোশাকে মানুষকে ফাঁসাত রনি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয়ে নিরীহ ব্যক্তিদের বিভিন্ন সরকারি বাহিনীসহ অন্যান্য সংস্থায় চাকরি দেওয়ার প্রলোভন দেখাতেন তিনি। এভাবে মোটা অঙ্কের অর্থ আত্মসাৎ করেছেন। হাছনায়েত জামান রনি নামের এই প্রতারককে গ্রেপ্তার করেছে র‍্যাব। 

আজ শুক্রবার বিকেল ৪টায় র‍্যাব-৪ এর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার (এসপি) জয়িতা শিল্পী আজকের পত্রিকাকে এ তথ্য জানান। 

গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে সামরিক বাহিনীর কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণা চালিয়ে যাওয়া হাছনায়েত জামান রনিকে (৩৬) গ্রেপ্তার করে র‍্যাব-৪। তাঁর কাছ থেকে এক সেট সামরিক বাহিনীর ইউনিফর্ম, এক জোড়া বুট, এক সেট র‍্যাংক বেজ, একটি ইউনিফর্ম পরিহিত হাফ ছবি ও একটি মোবাইল উদ্ধার করা হয়। 

এসপি জয়িতা শিল্পী বলেন, প্রথমে ওই ব্যক্তি সেনাবাহিনীর ইউনিফর্ম পরিহিত ছবি দিয়ে চাকরিপ্রত্যাশীদের আকৃষ্ট করত। পরে আইনশৃঙ্খলা ও প্রতিরক্ষা বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে বিভিন্নজনের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ আত্মসাৎ করেন। এ ছাড়া তিনি সুন্দরী অসহায় ডিভোর্সি মেয়েদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে বিয়ে করতেন। এ সম্পর্কে একপর্যায়ে তাঁদের কাছ থেকে স্বর্ণালংকার, দামি গয়নাসহ টাকা-পয়সা নিয়ে উধাও হয়ে যেত। পরে যোগাযোগ বন্ধ করে আত্মগোপন করতেন। বর্তমানে দুটি স্ত্রী রয়েছে বলেও প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন।

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

মানবতাবিরোধী অপরাধে শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল