হোম > সারা দেশ > ঢাকা

নার্সারি কর্মী আবুল হত্যা: মালিকসহ দুজনের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর ক্যান্টনমেন্ট থানা এলাকার একটি নার্সারির কর্মী (মালি) আবুল হোসেনকে হত্যার দায়ে ওই নার্সারির মালিকসহ দুজনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ রোববার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২ এর বিচারক এম আলী আহমেদ এই রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন নার্সারি মালিক মুস্তাফিজুর রহমান ওরফে লিটন এবং আরেক কর্মী (মালি) আনোয়ার হোসেন ওরফে আনারুল। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের সহকারী সরকারি কৌসুলী সাদিয়া আফরিন।

তিনি বলেন, আসামিরা পলাতক রয়েছে। তারা গ্রেপ্তার হওয়ার পর বা দেশের কোনো আদালতে আত্মসমর্পণের পর এই রায়ের কার্যকর হবে। তবে মৃত্যুদণ্ড কার্যকরের জন্য হাইকোর্টের অনুমোদন নিতে হবে। আদালত দুইজনের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

ঘটনার বিবরণী থেকে জানা যায়, আবু তাহের নামে একজন ও আসামি মুস্তাফিজুর রহমান বিমানবাহিনীর কুর্মিটোলায় ২২২ এম ইউ বিল্ডিং সংলগ্ন এলাকায় জমি লিজ নিয়ে একটি নার্সারি করেন। মুস্তাফিজুর রহমান নার্সারির কর্মচারীদের নিয়োগ, বদলি, বেতন এবং সবকিছু দেখাশোনা করতেন। ২০০১ সালের ৭ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টার দিকে নার্সারি কর্মী (মালি) আবুল হোসেনের মৃতদেহ এম ইউ বিল্ডিংয়ের অফিসের পেছনে ম্যানহোলের মধ্যে পাওয়া যায়। 

এ ঘটনায় ৭ সেপ্টেম্বর ক্যান্টনমেন্ট থানায় মামলা হয়। মামলাটি তদন্ত করে একই বছরের ১১ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। 

অভিযোগপত্রে বলা হয়, মালিক মোস্তাফিজুর রহমান নার্সারির অপর মালি আনোয়ার হোসেনকে সঙ্গে নিয়ে দুই দিন আগে আবুল হোসেনকে খুন করে ফেলে রাখেন। 

অভিযোগ করতে আরও বলা হয় বিভিন্ন বিষয় নিয়ে মনোমালিন্য ও পূর্ব শত্রুতার কারণে আবুল হোসেনকে খুন করেন নার্সারি মালিক ও অপর মালি। 

২০০৩ সালের ২৬ জুন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। মামলায় ১৪ জন সাক্ষীর মধ্যে ১৪ জনেরই সাক্ষ্য গ্রহণ করেন আদালত।

জাবিতে শেখ পরিবারের নামে থাকা ৪ হলের নাম পরিবর্তন

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি

কর্মচারীদের আন্দোলনে যাওয়া রাষ্ট্রের ব্যর্থতা: রাজেকুজ্জামান রতন

পরকীয়ার সন্দেহ, ডেমরায় স্ত্রী ও শাশুড়িকে যুবকের ছুরিকাঘাত