হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে যুবতীকে দলবেঁধে ধর্ষণ মামলায় গ্রেপ্তার ৩ 

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের বন্দরে বেড়াতে আসা এক যুবতীকে দলবেঁধে ধর্ষণ এবং ছিনতাইয়ের অভিযোগে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার বন্দরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

এর আগে গত ১৪ ফেব্রুয়ারি রাত ৮টায় উপজেলার হাজীপুর ট্রেনিং সেন্টারের পাশের একটি বিলে এই ধর্ষণের ঘটনা ঘটে। এরপর প্রায় ১০ দিন পর ২৪ ফেব্রুয়ারি রাতে ভুক্তভোগী বাদী হয়ে থানায় ধর্ষণ মামলা করেন। মামলায় চারজনের নাম উল্লেখ ও একজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। 

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন- বন্দরের দড়ি সোনাকান্দা এলাকার আরমান (২৩), একই এলাকার ইয়াসিন (২০) এবং রূপালী আবাসিক এলাকার আবু বক্কর সিদ্দিক (২২)। 

ভুক্তভোগী যুবতী জানান, ‘গত ১৪ ফেব্রুয়ারি বন্দরের সোনাকান্দা এলাকায় আমি আমার বান্ধবীর বাসায় বেড়াতে যাওয়ার পথে আসামিরা আমার পথরোধ করে। এরপর আমাকে জোরপূর্বক পাশের একটি বিলে নিয়ে ধর্ষণ করে। এরপর আমার হাতে থাকা মোবাইল ও গলার চেইন, কানের দুল ও আংটি ছিনিয়ে নিয়ে যায়।’ 

এই বিষয়ে ব্যাপারে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক আজকের পত্রিকাকে বলেন, ‘ভুক্তভোগী গতকাল শুক্রবার রাতে এসে থানায় মামলা করেন। আজকে দিনভর বন্দরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান অব্যহত রয়েছে।’

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন