নারায়ণগঞ্জের ধলেশ্বরী ব্রিজ থেকে ৩০০ মণ জাটকা মাছ জব্দ করেছে কোস্টগার্ড। গতকাল বুধবার রাতে শরীয়তপুর থেকে ঢাকাগামী একটি ট্রাকে অভিযান চালিয়ে এই নিষিদ্ধ মাছ জব্দ করা হয়।
জাটকা জব্দের বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে পাগলা কোস্টগার্ড স্টেশনের একটি দল ধলেশ্বরী ব্রিজে অভিযান চালায়। এ সময় শরীয়তপুর থেকে ঢাকাগামী একটি ট্রাকে তল্লাশি করে ৩০০ মণ (১২ হাজার কেজি) জাটকা জব্দ করা হয়। এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে জব্দ করা জাটকা মাছের মালিক পালিয়ে যান।
খন্দকার মুনিফ আরও বলেন, উদ্ধার করা জাটকা উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান আসাদের উপস্থিতিতে স্থানীয় এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়।