হোম > সারা দেশ > গাজীপুর

দায়িত্ব পালনের সময় পিকআপের ধাক্কায় পুলিশ কর্মকর্তা নিহত 

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈরে পিকআপের ধাক্কায় ট্রাফিক পুলিশের কর্মকর্তা জামাল উদ্দিন (৫৬) নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ৬টা ৫৫ মিনিটের দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত জামাল উদ্দিন গাজীপুর জেলা পুলিশের অধীনে কালিয়াকৈর থানায় টিএসআই হিসাবে কর্মরত ছিলেন। তিনি টাঙ্গাইলের সদর উপজেলার গালা গ্রামের জুনাব আলীর ছেলে। ১৯৮৬ সাল থেকে পুলিশে কর্মরত ছিলেন। গত আগস্ট মাসে জেলা ট্রাফিক পুলিশে যোগদান করেন। 

গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. সানোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে জামাল উদ্দিন ওই এলাকায় অতিরিক্ত পুলিশ সুপারের (ট্রাফিক) কার্যালয়ের সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে উত্তরবঙ্গগামী সিমেন্ট বোঝায় একটি ট্রাক থামিয়ে কাগজপত্র যাচাই করছিলেন। এ সময় পেছন থেকে আসা একটি পিকআপ ধাক্কা দেয়। 

পরে পাশে থাকা ট্রাফিক পুলিশের অন্য সদস্যরা তাঁকে উদ্ধার করে প্রথমে সফিপুর তানহা হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাঁর অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য সাভারে এনাম মেডিকেলে নেওয়া হয়। সেখানাকার চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

পুলিশ সুপার সানোয়ার হোসেন বলেন, জামাল উদ্দিনের মরদেহ এনাম মেডিকেলে রয়েছে। পিকআপ ও চালককে (১৭) আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট