হোম > সারা দেশ > গাজীপুর

আখেরি মোনাজাত: আজ মধ্যরাত থেকে বন্ধ থাকবে যেসব সড়ক

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে চলমান বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত আগামীকাল রোববার। মুসল্লিদের যাতায়াত সহজ করতে আজ শনিবার মধ্যরাত থেকে কয়েকটি সড়কে যান চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। 

আজ বেলা ১১টার দিকে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে সংবাদ সম্মেলন করে জিএমপি কমিশনার মোল্যা নজরুল ইসলাম এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। 

জিএমপি কমিশনার বলেন, বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে কয়েক লাখ মুসল্লির সমাগম হবে। এ কারণে ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানো হয়েছে।

যেসব সড়ক বন্ধ থাকবে

  • টঙ্গী থেকে ভোগড়া বাইপাস সড়ক
  • আবদুল্লাপুর থেকে আশুলিয়া সড়ক
  • টঙ্গীর মন্নু গেট থেকে কামারপাড়া সড়ক
  • টঙ্গী স্টেশন রোড থেকে মিরের বাজার সড়ক  

এ ক্ষেত্রে ময়মনসিংহ থেকে ঢাকামুখী যানবাহনকে ভোগড়া বাইপাস-মিরের বাজার-তিনশ ফিট সড়ক ব্যবহার করতে হবে। 

আর চৌরাস্তা থেকে যানবাহন নবীনগর-গাবতলী হয়ে ঢাকায় প্রবেশ করতে পারবে। 

সড়কের বিধিনিষেধ ও ইজতেমায় যাতায়াতের সুবিধার্ধে আগামীকাল বিশেষ ট্রেনের ব্যবস্থা রয়েছে বলে জানান পুলিশ কমিশনার।  

একই স্থানে ট্যুরিস্ট পুলিশের সংবাদ সম্মেলনে পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) ইলিয়াছ শরিফ বলেন, বিদেশি মুসল্লিদের জন্য আজ বিকেল পর্যন্ত ময়দানে ৬৮টি দেশের ৫ হাজার ৫২৬ জন বিদেশি মুসল্লি অবস্থান করেন। তাঁদের নিরাপত্তায় বিশেষ নজরদারি থাকবে।

আগামীকাল ভোর থেকেই আখেরি মোনাজাতে অংশ নিতে কয়েক লাখ মুসল্লি তুরাগ তীরে জড়ো হবেন। ২০ থেকে ২২ জানুয়ারি অনুষ্ঠিত হবে ইজতেমার দ্বিতীয় পর্ব। 

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানবপাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

পাঁচ চীনা নাগরিকসহ টেলিগ্রাম প্রতারণা চক্রের ৮ জন গ্রেপ্তার, ৫১ হাজারের বেশি সিম জব্দ

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন