গাজীপুরের টঙ্গীতে চলমান বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত আগামীকাল রোববার। মুসল্লিদের যাতায়াত সহজ করতে আজ শনিবার মধ্যরাত থেকে কয়েকটি সড়কে যান চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)।
আজ বেলা ১১টার দিকে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে সংবাদ সম্মেলন করে জিএমপি কমিশনার মোল্যা নজরুল ইসলাম এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।
জিএমপি কমিশনার বলেন, বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে কয়েক লাখ মুসল্লির সমাগম হবে। এ কারণে ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানো হয়েছে।
এ ক্ষেত্রে ময়মনসিংহ থেকে ঢাকামুখী যানবাহনকে ভোগড়া বাইপাস-মিরের বাজার-তিনশ ফিট সড়ক ব্যবহার করতে হবে।
আর চৌরাস্তা থেকে যানবাহন নবীনগর-গাবতলী হয়ে ঢাকায় প্রবেশ করতে পারবে।
সড়কের বিধিনিষেধ ও ইজতেমায় যাতায়াতের সুবিধার্ধে আগামীকাল বিশেষ ট্রেনের ব্যবস্থা রয়েছে বলে জানান পুলিশ কমিশনার।
আগামীকাল ভোর থেকেই আখেরি মোনাজাতে অংশ নিতে কয়েক লাখ মুসল্লি তুরাগ তীরে জড়ো হবেন। ২০ থেকে ২২ জানুয়ারি অনুষ্ঠিত হবে ইজতেমার দ্বিতীয় পর্ব।