হোম > সারা দেশ > ঢাকা

বিদ্যানন্দের নামে পেজ খুলে টাকা তোলায় গ্রেপ্তার ৫ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দের নামে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভুয়া পেজ খুলে বন্যার্তদের সাহায্যের কথা বলে টাকা তুলছিল একটি প্রতারক চক্র। এমন প্রতারণার অভিযোগে ৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ। 

গতকাল রোববার নোয়াখালী থেকে এই চক্রের সদস্যদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—আমির হোসেন শাকিল, দেলোয়ার হোসেন, মশিউর রহমান, ইসরাফিল পাবেল ও মহিন উদ্দিন। 

ডিএমপির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশনের সহকারী পুলিশ কমিশনার ধ্রুব জ্যোতির্ময় গোপ বলেন, ‘গত ১৬ ও ২৯ জুলাই ডিএমপির পল্লবী থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে দুইটি মামলা হয়। মামলায় অভিযোগ করা হয়, একটি অসাধু চক্র বিদ্যানন্দের নামে পেজ খুলে প্রতারণা করছে। পরে মামলাগুলোর তদন্তভার পায় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন। তদন্তে দেখা যায়, চক্রটি বিদ্যানন্দের নামে পেজ খুলে বন্যার্তদের সাহায্যের কথা বলে বিভিন্ন পোস্ট দেয়।’ 

ধ্রুব জ্যোতির্ময় গোপ আরও বলেন, ‘অনেক মানুষ এসব পোস্ট দেখে বন্যার্তদের সাহায্যের করার জন্য লাখ লাখ টাকা পাঠায় বিদ্যানন্দের ভুয়া পেজের মালিকদের কাছে। পরে চক্রটি এসব টাকা আত্মসাৎ করে ফোন বন্ধ করে ফেলে।’ 

সাইবার ক্রাইম ইনভেস্টিগেশনের সহকারী পুলিশ কমিশনার জানান, গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিদ্যানন্দের নামে ভুয়া পেজ খুলে অর্থ আত্মসাতের কথা স্বীকার করেছে। এসব প্রতারকদের হাত থেকে বাঁচতে সতর্ক থাকার জন্য অনুরোধ করেছেন তিনি।

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল