হোম > সারা দেশ > ঢাকা

গার্মেন্টস শ্রমিকদের প্রাপ্য পাওনার দাবিতে প্রেসক্লাবে বিক্ষোভ সমাবেশ

নিজস্ব, ঢাকা

আদমজী ইপিজেডের কুনতং এপারেলস লিমিটেডের শ্রমিকদের প্রাপ্য পাওনার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট। আজ শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এই সমাবেশ করা হয়।

সমাবেশে শ্রমিকদের ৬৪ শতাংশ বকেয়া পাওনা ও চাকরি অবসানে প্রাপ্য শতভাগ পাওনা পরিশোধের দাবি জানানো হয়। এ ছাড়া বিভিন্ন অজুহাতে শ্রমিকদের পাওনা থেকে বঞ্চিতকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট। 

গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি আহসান হাবিব বুলবুল বলেন, ‘লোকসান, এক্সিস পয়েন্ট, অক্ষমতাসহ নানান অজুহাতে বিভিন্ন প্রতিষ্ঠান শ্রমিকদের প্রাপ্য পাওনা থেকে বঞ্চিত করছে। শ্রমিকদের টাকা অবিলম্বে পরিশোধ করতে হবে। শ্রমিকদের যে লভ্যাংশ বকেয়া আছে, তা কোনো অজুহাতে আত্মসাৎ করা যাবে না।’ 

প্রধানমন্ত্রী আইন করে গার্মেন্টস শ্রমিকদের রক্ষা করতে চেষ্টা করেছিলেন জানিয়ে আহসান হাবিব বলেন, ‘তিনি (প্রধানমন্ত্রী) একটা নমুনা দেখাতে চেয়েছিলেন, কিন্তু ওনার নমুনা ব্যর্থ হয়েছে। সকল ইপিজেডে শ্রমিকেরা তাঁদের পাওনা থেকে বঞ্চিত হচ্ছে। ফলে অবশ্যই ইপিজেড আইনসহ শ্রমিকদের বিভাজন করার যে প্রচেষ্টা, সেটাকে বন্ধ করতে হবে।’

গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের সভাপতি বলেন, ‘যারা শ্রমিকদের নামে মিথ্যা মামলা দিয়েছে, তারা শ্রমিকদের পাওনা আত্মসাৎ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত কি না, তা তদন্ত করতে হবে। যে সব কর্মকর্তারা শ্রমিকদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তাদের অপসারণ করতে হবে। যদি না হয়, তাহলে প্রয়োজনে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রা কর্মসূচি দিতে আমরা বাধ্য হব।’ 

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ