হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

সোনারগাঁয়ে কিশোরী অপহরণ, যুবলীগ নেতা গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক কিশোরীকে অপহরণের অভিযোগে দেলোয়ার হোসেন নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে তালতলা তদন্ত কেন্দ্রের পুলিশ। গত সোমবার রাতে উপজেলার জামপুর ইউনিয়নের মাঝেরচর এলাকায় অভিযান চালিয়ে অপহৃত কিশোরীকে উদ্ধার করে তাকে আটক করা হয়। 

গ্রেপ্তারকৃত দেলোয়ার উপজেলার জামপুর ইউনিয়নের পাকুন্দা গ্রামের মৃত আমির হোসেনের ছেলে ও ওই ইউনিয়নের যুবলীগের সাংগঠনিক সম্পাদক। 

তালতলা তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) রিজাউল হক জানান, ওই এলাকার আমির হোসেনের সঙ্গে দীর্ঘদিন ধরে সখ্যতা দেলোয়ার হোসেনের। এ জন্য আমির হোসেনের বাড়িতে আসতেন দেলোয়ার। এ সুবাদে আমির হোসেনের ভাড়াটিয়া এক কিশোরীকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছিলেন দেলোয়ার। ওই কিশোরী তাঁর প্রস্তাবে রাজি না হওয়ায় গত সোমবার তাকে অপহরণ করে নিয়ে যান। পরে কিশোরীর মায়ের দায়ের করা অভিযোগের পর উপজেলার জামপুর ইউনিয়নের মাঝেরচর এলাকায় অভিযান চালিয়ে অপহৃত কিশোরীকে উদ্ধার করে দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়। 

কিশোরীর মা জানান, দেলোয়ার হোসেন দীর্ঘদিন ধরে প্রভাব দেখিয়ে তাঁর মেয়েকে উত্ত্যক্ত করে আসছে। সোমবার তিনি বাড়িতে না থাকার সুযোগে তাঁর মেয়েকে অপহরণ করে নিয়ে যান। 

তালতলা তদন্ত কেন্দ্রের পরিদর্শক আবু সাঈদ পিয়াল জানান, পুলিশ অভিযান চালিয়ে অপহৃত কিশোরীকে উদ্ধার করে দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করেছে। অপহৃত কিশোরীর মা বাদী হয়ে সোনারগাঁ থানায় মামলা দায়ের করেছেন। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। 

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট