হোম > সারা দেশ > ঢাকা

ডা. তারেক রেজার মানহানিকর ভিডিও অপসারণের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডা. তারেক রেজা আলীকে নিয়ে প্রচার করা মানহানিকর ভিডিও অবিলম্বে সরানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। 

এ-সংক্রান্ত রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সোমবার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের বেঞ্চ এই আদেশ দেন। পাশাপাশি কানাডা থেকে পরিচালিত আইপিটিভি নাগরিক টিভিতে ১৮ ডিসেম্বর এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা মানহানিকর ভিডিও অপসারণ ও প্রচার বন্ধে সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। বিটিআরসিসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। 

গত ২৯ ডিসেম্বর বিটিআরসিকে সংশ্লিষ্ট ভিডিওটি অপসারণের জন্য নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু বিটিআরসি কোনো পদক্ষেপ না নেওয়ায় এ রিট করা হয়। 

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী সুমাইয়া বিনতে আজিজ। তিনি বলেন, ডা. তারেক রেজা আলী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের একজন সহযোগী অধ্যাপক। তিনি চক্ষু বিশেষজ্ঞ এবং গত ৩৫ বছর ধরে চিকিৎসা দিয়ে আসছেন। 

সুমাইয়া বিনতে আজিজ আজকের পত্রিকাকে বলেন, ‘একটি সংঘবদ্ধ চক্র তারেক রেজা আলীকে নানাভাবে হয়রানি করে আসছিল। তারা তাঁর কাছ থেকে টাকা দাবি করেছিল। টাকা না দিলে নারীঘটিত কেলেঙ্কারিতে তাঁকে জড়িয়ে খবর প্রকাশ করার হুমকি দেওয়া হয়। তিনি টাকা না দিলে কানাডা থেকে বেআইনিভাবে পরিচালিত নাগরিক টিভি নামের একটি আইপিটিভি ও এবিসি নিউজ পোর্টাল নামের আরেকটি চ্যানেল থেকে এ অপপ্রচার চালানো হয়।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির