হোম > সারা দেশ > রাজবাড়ী

পাংশায় প্রাইভেট কার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ 

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর পাংশায় প্রাইভেট কার ও তরমুজভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মাহাবুবুর রহমান (৩৬) নামে একজন নিহত হয়েছেন। আজ শনিবার সকাল সাড়ে ৬টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কের পাংশার বাবুপাড়া ইউনিয়নের আমতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ট্রাকচালক ও হেলপার আহত হয়েছেন। 

নিহত মাহাবুবুর রহমান সিরাজগঞ্জ সদর উপজেলার আমলাপাড়া এলাকার আবুল কালামের ছেলে। তিনি প্রাইভেট কারের চালক ছিলেন। তবে দুর্ঘটনায় আহতদের নাম-পরিচয় জানা যায়নি। 

পাংশা হাইওয়ে থানার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কের আমতলা মোড়ে কুষ্টিয়াগামী তরমুজবাহী ট্রাকের সঙ্গে রাজবাড়ীমুখী প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি গাড়িই রাস্তার দুপাশে পড়ে যায়। ঘটনাস্থলেই প্রাইভেট কারের চালক নিহত হন। এ সময় ট্রাকচালক ও হেলপার আহত হয়েছেন। আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

সংবাদ পেয়ে পাংশা মডেল থানা ও পাংশা হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে মরদেহ হাইওয়ে থানার পুলিশ হেফাজতে নেয়। 

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা