হোম > সারা দেশ > গাজীপুর

কালিয়াকৈরে ককটেল বিস্ফোরণের মামলায় পৌর কাউন্সিলর গ্রেপ্তার

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈরে ককটেল বিস্ফোরণের অভিযোগে করা মামলায় পৌর কাউন্সিলর সারোয়ার হোসেন আকুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে বিএনপির ১১ নেতা-কর্মীর নামে মামলাটি দায়ের করা হয়। মামলায় আরও ৫০-৬০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। 

গ্রেপ্তারকৃত সারোয়ার হোসেন কালিয়াকৈর পৌর বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক এবং পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। 

মামলার বাকি আসামিরা হলেন উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক পারভেজ আহম্মেদ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির শ্রমবিষয়ক সম্পাদক মো. হ‌ুমায়ূন কবীর খান, পৌর বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক সাইজুদ্দিন ও পৌর কাউন্সিলর সারোয়ার হোসেন আকুল। বাকিদের নাম-পরিচয় জানা যায়নি। 

পৌর আওয়ামী লীগের চন্দ্রা কার্যালয়ের সহকারী আব্দুল মান্নান শেখ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। তিনি বলেন, গত সোমবার রাত সাড়ে ৯টার দিকে অভিযুক্ত ব্যক্তিরা কালামপুর এলাকা থেকে মিছিল নিয়ে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে আসেন। পরে কার্যালয়ে ইটপাটকেল নিক্ষেপ করেন তাঁরা। এ সময় ১৪-১৫টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটানো হয়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকবর আলী খান বলেন, ককটেল বিস্ফোরণের অভিযোগে গতকাল রাতে বিএনপির ১১ নেতা-কর্মীর নামে মামলা দায়ের করা হয়। ওই মামলায় পৌর কাউন্সিলর সারোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। 

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট