রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বড় দুটি হামারের মধ্যে থেকে ৩ কোটি ৪০ লাখ টাকা মূল্যের স্বর্ণ জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউস কর্তৃপক্ষ। এ ঘটনায় প্রবাসী যাত্রী আতাউর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ বুধবার ভোরে বিমানবন্দর থানায় একটি মামলা করা হয় এবং সেই সঙ্গে আটককৃত ব্যক্তিকে থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়। এর আগে গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে বিমানবন্দরের গ্রিন চ্যানেল থেকে ওই যাত্রীকে স্বর্ণসহ আটক করা হয়।
ডিসি সানোয়ারুল কবীর বলেন, গ্রেপ্তার হওয়া ওই যাত্রী শারজাহ হতে জি-৯৫১০ ফ্লাইটে ঢাকা বিমানবন্দরে মঙ্গলবার রাত ৯টা ১০ মিনিটে এসেছিলেন। তাঁর বাড়ি হবিগঞ্জ জেলায়।
গ্রেপ্তার হওয়া ওই যাত্রীকে বিমানবন্দর থানায় সোপর্দ করে চোরাচালানের অভিযোগে ফৌজদারি মামলা করা হয়েছে। সেই সঙ্গে তাঁর বিরুদ্ধে কাস্টমস আইনেও ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ওই কাস্টমস কর্মকর্তা।