হোম > সারা দেশ > ঢাকা

বিমানবন্দরে হামারের মধ্য থেকে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণ জব্দ, গ্রেপ্তার ১ 

উত্তরা-বিমানবন্দর (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বড় দুটি হামারের মধ্যে থেকে ৩ কোটি ৪০ লাখ টাকা মূল্যের স্বর্ণ জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউস কর্তৃপক্ষ। এ ঘটনায় প্রবাসী যাত্রী আতাউর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। 

আজ বুধবার ভোরে বিমানবন্দর থানায় একটি মামলা করা হয় এবং সেই সঙ্গে আটককৃত ব্যক্তিকে থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়। এর আগে গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে বিমানবন্দরের গ্রিন চ্যানেল থেকে ওই যাত্রীকে স্বর্ণসহ আটক করা হয়। 

এ বিষয়ে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিমের উপ-কমিশনার (ডিসি) সানোয়ারুল কবীর আজকের পত্রিকাকে বলেন, আতাউর ইমিগ্রেশন সম্পন্ন করে গ্রিন চ্যানেল অতিক্রমকালে তাঁর ব্যাগেজ সমূহ স্ক্যানিং করা হয়। স্ক্যানিংকালে তাঁর কার্টুনের ভেতরে থাকা দুটি হামারের মধ্যে স্বর্ণের অস্তিত্ব পাওয়া যায়। পরে বিমানবন্দরে কর্তব্যরত বিভিন্ন সংস্থার উপস্থিতিতে হামার দুটি কেটে ৪৪ পিচ গোল্ড বার বের করা হয়। অপরদিকে আতাউরের প্যান্টের পকেটের ভেতর থেকে ৫ পিচ স্বর্ণের চুড়ি জব্দ করা হয়। জব্দকৃত এসব স্বর্ণের মোট ওজন ৫ কেজি ১৮০ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য ৩ কোটি ৪০ লাখ টাকা।

ডিসি সানোয়ারুল কবীর বলেন, গ্রেপ্তার হওয়া ওই যাত্রী শারজাহ হতে জি-৯৫১০ ফ্লাইটে ঢাকা বিমানবন্দরে মঙ্গলবার রাত ৯টা ১০ মিনিটে এসেছিলেন। তাঁর বাড়ি হবিগঞ্জ জেলায়। 

গ্রেপ্তার হওয়া ওই যাত্রীকে বিমানবন্দর থানায় সোপর্দ করে চোরাচালানের অভিযোগে ফৌজদারি মামলা করা হয়েছে। সেই সঙ্গে তাঁর বিরুদ্ধে কাস্টমস আইনেও ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ওই কাস্টমস কর্মকর্তা। 

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক