হোম > সারা দেশ > মানিকগঞ্জ

শিবালয়ে কবরস্থান থেকে এক রাতে ১৮ কঙ্কাল চুরি

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের শিবালয়ে একটি কবরস্থানের কয়েকটি কবর খোঁড়া পাওয়া গেছে। স্থানীয়দের ধারণা, খোঁড়া কবরগুলো থেকে অন্তত ১৮টি কঙ্কাল চুরি হয়েছে।

গতকাল শনিবার রাতে উপজেলার মহাদেবপুর ইউনিয়নের বরংগাইল (বনগ্রাম) জান্নাতুল বাকি কবরস্থানে এই চুরির ঘটনা ঘটে। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, কবরস্থানের বেশ কিছু কবর খোঁড়া দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। ওই কবরস্থানে ১০টি কবর আংশিকভাবে খোঁড়া এবং ৭-৮টি পুরোপুরি খোঁড়া। ধারণা করা হচ্ছে, এই কবরস্থান থেকে ১৮টি কঙ্কাল চুরি হয়েছে। রাতের কোনো এক সময় কবর খুঁড়ে কঙ্কাল চুরি করে নিয়ে গেছে চোরেরা। বিষয়টি নিশ্চিত করে শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। 

ঘটনাস্থলে শিবালয় থানার সাব ইন্সপেক্টর (এসআই) ফজলুর রশীদ বলেন, ‘স্থানীয়দের সংবাদের ভিত্তিতে আমরা কবরস্থানে আসি। কিছু কবর আংশিক এবং বেশ কয়েকটি কবর পুরোপুরি খোঁড়া। তদন্ত চলছে। কঙ্কাল চুরির বিষয়ে এখনই বিস্তারিতভাবে কিছু বলতে পারছি না।’ 

এদিকে কবরস্থান থেকে কঙ্কাল চুরি হওয়ায় ক্ষোভ জানিয়েছেন নিহতদের স্বজন ও স্থানীয়রা। এর আগে মানিকগঞ্জের শিবালয় ও ঘিওর এলাকায় আরও বেশ কয়েকটি কবরস্থানে কঙ্কাল চুরির ঘটনা ঘটে।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু