হোম > সারা দেশ > রাজবাড়ী

পদ্মার প্রায় ১৮ কেজির একটি কাতলা ৩০ হাজারের বেশি দামে বিক্রি

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মায় জেলের জালে ১৭ কেজি ৮০০ গ্রাম ওজনের একটি কাতলা মাছ ধরা পড়েছে। পরে মাছটি ৩০ হাজার ২৬০ টাকায় বিক্রি হয়েছে। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার দৌলতদিয়ার বাহিরচর এলাকার পদ্মা নদীতে স্থানীয় জেলে সাইদ হালদারের জালে মাছটি ধরা পড়ে।

জেলে সাইদ হালদার বলেন, দীর্ঘদিন পর নদীতে মাছ শিকারে বের হয়েছিলাম। শুক্রবার সন্ধ্যায় সহযোগীদের নিয়ে ট্রলারে করে পদ্মায় মাছ শিকার করতে যাই। কয়েক দিন হলো নদীতে জাল ফেললেই মাছ উঠছে। বেশি মিলছে পাঙাশ মাছ। রাত ৮টার দিকে জাল তুলতেই বিশাল এই মাছটি ভেসে ওঠে। পাঙাশের মধ্যে আজ বড় একটা কাতল মাছ পেয়েছি। পরে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া বাজারে রওশন মোল্লার মৎস্য আড়তে নিয়ে যাই। সেখানে ৫ নম্বর ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী আলমগীর মোল্লা প্রতি কেজি ১ হাজার ৬০০ টাকা দরে মোট ২৮ হাজার ৪৮০ টাকায় মাছটি কিনে নেন।

দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী মো. আলমগীর মোল্লা বলেন, ‘গতকাল রাত ৮টার দিকে দৌলতদিয়া বাজারে রওশন মোল্লার মৎস্য আড়তে মাছটি তোলা হয়। ১৭ কেজি ৮০০ গ্রাম ওজনের কাতলা মাছটি প্রতি কেজি ১ হাজার ৬০০ টাকা দরে মোট ২৮ হাজার ৪৮০ টাকায় কিনেছি। এদিকে মাছটি বিক্রির জন্য দেশের বিভিন্ন জায়গায় যোগাযোগ করার পর আজ (শনিবার) সকালে ফরিদপুরের এক ব্যবসায়ীর কাছে প্রতি কেজিতে ১ হাজার ৭০০ টাকা কেজি দরে মোট ৩০ হাজার ২৬০ টাকায় বিক্রি করেছি।’

গোয়ালন্দ উপজেলার মৎস্য কর্মকর্তা শাহ মো. শাহরিয়ার জামান সাবু বলেন, বছরে নির্দিষ্ট সময়ে ইলিশ মাছ ধরায় নিষেধাজ্ঞা দেওয়ার কারণে এই মাছগুলো বড় হওয়ার সুযোগ পায়। এ ছাড়া এখন নদীতে পানি কমার কারণে এসব বড় মাছ নদীতে পাওয়া যাবে। নদীতে পানি কমতে থাকলে পাঙাশ, রুই, কাতলা, বোয়াল, বাগাড়সহ দেশীয় বড় প্রজাতির মাছ আরও ধরা পড়বে বলে আশা করা যায়। আগামী প্রজন্মের জন্য মাছের স্থায়ী অভয়াশ্রম করা গেলে এমন মাছের বংশবৃদ্ধিসহ আরও বেশি পাওয়া যেত।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির