হোম > সারা দেশ > ঢাকা

যারা নির্বাচন চায় না, তারাও পতিত ফ্যাসিবাদের দোসর: পারভেজ মল্লিক

নিজস্ব প্রতিবেদক

সোমবার জাতীয় প্রেসক্লাবে বক্তব্য দেন পারভেজ মল্লিক। ছবি: আজকের পত্রিকা

বিভিন্ন অজুহাতে নির্বাচন বিলম্বিত করা বা নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা এক ধরনের ফ্যাসিবাদ। আর যারা এসব প্রক্রিয়ার সঙ্গে জড়িত বা সমর্থক, তারা ফ্যাসিবাদের দোসর বলে জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মল্লিক। আজ সোমবার (৬ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রাক্তন জাতীয়তাবাদী ছাত্রদল ফোরাম আয়োজিত পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে পারভেজ মল্লিক বলেন, গেল তিনটি নির্বাচনে গণতন্ত্রকামী মানুষের ভোটাধিকার হরণ করেছিল জুলাই অভ্যুত্থানে পতিত ফ্যাসিবাদ। অভ্যুত্থান-পরবর্তী সময়ে দেশের মানুষ এখন ভোটাধিকার প্রয়োগের অপেক্ষায়। কিন্তু এখনো নির্বাচন না দিয়ে বর্তমান সরকারকে দীর্ঘমেয়াদি করার চেষ্টা করছে একটি মহল। নির্বাচনের বিরুদ্ধে সব ধরনের ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয়তাবাদী শক্তির সবাইকে সজাগ এবং ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক।

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক গালিব ইমতিয়াজ নাহিদের সঞ্চালনায় সংবর্ধনা এবং পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তব্য দেন দৈনিক আমার দেশ পত্রিকার বার্তা সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক আব্দুল লতিফ মাসুম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক শামীমা সুলতানা, সিনেট সদস্য সাবিনা ইয়াসমিন, ব্যারিস্টার শিহাব উদ্দিন খান, সাবেক জাকসু ভিপি আশরাফ হোসেন, জাবি ছাত্রদলের সাবেক সভাপতি আশরাফুল আলম খান জুয়েল, আসাদুর রহমান, ইলিম মো. নাজমুল হাসান, মনির হোসেন, জাবি ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাবুল, সাবেক সাংগঠনিক সম্পাদক শওকত আলী টুটুল, ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি হাফিজুর রহমান সোহান, যুগ্ম সম্পাদক রাব্বি হাসান, জাবি ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহিম সৈকত প্রমুখ।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দুই বারের নির্বাচিত সাবেক সভাপতি এবং যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মল্লিককে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন ক্রিকেটার অ্যাসোসিয়েশন বাংলাদেশের সাধারণ সম্পাদক দেবব্রত পাল দেবু, সহসভাপতি জহিরুল ইসলাম জহির, সাহিত্য প্রকাশনা সম্পাদক ফিরোজ আহমেদ কনক, জাবি ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম রবি, সাবেক প্রচার সম্পাদক আলহাজ উদ্দিন, আনিসুর রহমান লিংকন, মুক্তা, হারুনুর রশীদ হারুন, তানজিল হাসান, শফিকুল ইসলাম বেলাল, মুক্তাদির নুর, ফখরুল ইসলাম, জসিম উদ্দিন, শরিফুল ইসলাম, মহিউদ্দিন শুভ, সাবেক যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, সাইদুর রহমান, আবু জাওয়াত তন্ময়, আতিকুর রহমান আতিক, তানভীর সিরাজী সিজার, অলক সোহেল, সজন, সাবেক সাংগঠনিক সম্পাদক আল মামুন রাহাত, কেন্দ্রীয় ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল, যুগ্ম সম্পাদক রাব্বি হাসান, মাসুদুর রহমান, সাইফুল ইসলাম, আজমল হোসেন তমাল, শওকত মৃদু, বেনজির আহমেদ, মুজাহিদ হিরা, জহিরুল ইসলাম, নাজমুল, অমি, শোভন প্রমুখ।

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি

কর্মচারীদের আন্দোলনে যাওয়া রাষ্ট্রের ব্যর্থতা: রাজেকুজ্জামান রতন

পরকীয়ার সন্দেহ, ডেমরায় স্ত্রী ও শাশুড়িকে যুবকের ছুরিকাঘাত

ডাক বিভাগের ফ্রান্সে রপ্তানির কার্গোতে ইয়াবা, ধরা পড়ল শাহজালাল বিমানবন্দরে