হোম > সারা দেশ > ঢাকা

কেরানীগঞ্জে অন্তঃসত্ত্বা নারীকে দল বেঁধে ধর্ষণ, গ্রেপ্তার ২

ঢামেক প্রতিবেদক

প্রতীকী ছবি

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে এক অন্তঃসত্ত্বা নারীকে দল বেঁধে ধর্ষণের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার রাতে পাঁচগাও ঋষিপাড়া নয়াবাড়ী এলাকার পরিত্যক্ত বাড়িতে এ ঘটনা ঘটে। ধর্ষণের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ রোববার বেলা ১১টার দিকে পরীক্ষা-নিরীক্ষার জন্য ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, ওই নারী চাঁদপুর জেলার মতলব উপজেলার বাসিন্দা। তিনি চার মাসের অন্তঃসত্ত্বা। গতকাল শনিবার স্বামীর সঙ্গে অভিমান করে বাড়ি থেকে লঞ্চে ঢাকার সদরঘাটে আসেন ওই নারী। সেখান থেকে তিনি কেরানীগঞ্জের পথে রওনা দেন। রাত আনুমানিক ১০টার দিকে তিনি ইকুরিয়ায় পৌঁছান।

তিনি বলেন, সেখানে ওই দুই যুবকের সঙ্গে তাঁর দেখা হয়। রাত হয়ে গেছে বলে আশ্রয় দেওয়ার নাম করে পরিত্যক্ত এক বাড়িতে নিয়ে যান তাঁরা। সেখানে আরও দুজন আগে থেকেই ছিলেন। তিনজন ওই নারীকে পালাক্রমে ধর্ষণ করেন। এর মধ্যে ওই নারীর চিৎকারে আশপাশের মানুষ জড়ো হয়ে দুজনকে ধরে পুলিশে সোপর্দ করে। কিন্তু বাকি দুজন পালিয়ে যান।

এ ঘটনায় থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে বলে জানান ওসি মাজহারুল।

গুলশানে ৫৪০ বোতল বিদেশি মদ জব্দ, গ্রেপ্তার ১

জাবিতে শেখ পরিবারের নামে থাকা ৪ হলের নাম পরিবর্তন

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি

কর্মচারীদের আন্দোলনে যাওয়া রাষ্ট্রের ব্যর্থতা: রাজেকুজ্জামান রতন