হোম > সারা দেশ > ঢাকা

কেরানীগঞ্জে অন্তঃসত্ত্বা নারীকে দল বেঁধে ধর্ষণ, গ্রেপ্তার ২

ঢামেক প্রতিবেদক

প্রতীকী ছবি

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে এক অন্তঃসত্ত্বা নারীকে দল বেঁধে ধর্ষণের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার রাতে পাঁচগাও ঋষিপাড়া নয়াবাড়ী এলাকার পরিত্যক্ত বাড়িতে এ ঘটনা ঘটে। ধর্ষণের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ রোববার বেলা ১১টার দিকে পরীক্ষা-নিরীক্ষার জন্য ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, ওই নারী চাঁদপুর জেলার মতলব উপজেলার বাসিন্দা। তিনি চার মাসের অন্তঃসত্ত্বা। গতকাল শনিবার স্বামীর সঙ্গে অভিমান করে বাড়ি থেকে লঞ্চে ঢাকার সদরঘাটে আসেন ওই নারী। সেখান থেকে তিনি কেরানীগঞ্জের পথে রওনা দেন। রাত আনুমানিক ১০টার দিকে তিনি ইকুরিয়ায় পৌঁছান।

তিনি বলেন, সেখানে ওই দুই যুবকের সঙ্গে তাঁর দেখা হয়। রাত হয়ে গেছে বলে আশ্রয় দেওয়ার নাম করে পরিত্যক্ত এক বাড়িতে নিয়ে যান তাঁরা। সেখানে আরও দুজন আগে থেকেই ছিলেন। তিনজন ওই নারীকে পালাক্রমে ধর্ষণ করেন। এর মধ্যে ওই নারীর চিৎকারে আশপাশের মানুষ জড়ো হয়ে দুজনকে ধরে পুলিশে সোপর্দ করে। কিন্তু বাকি দুজন পালিয়ে যান।

এ ঘটনায় থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে বলে জানান ওসি মাজহারুল।

বিমানবন্দরের অপহৃত কর্মচারী উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ৪

রাজধানীর কুড়িলে পানির ট্যাংকে শিশুর লাশ, কিশোরী ভাবি গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কমিটি স্থগিত

হাদি হত্যা: শুটার ফয়সালের ‘সহযোগী’ রুবেলকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে পেল সিআইডি

মোহাম্মদপুরে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার, গ্রেপ্তার ৬

স্বেচ্ছাসেবক লীগ নেতা কামরুল ২ দিনের রিমান্ডে

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা কাজী মমরেজ মাহমুদের আয়কর নথি জব্দের নির্দেশ

ঢাকা কলেজ ও আইডিয়াল শিক্ষার্থীদের সংঘর্ষে দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ, বাস ভাঙচুর

দ্বৈত নাগরিকত্বের তথ্য ও সম্পদের তথ্য গোপন করেছেন প্রার্থীরা: টিআইবি

ঢাকা কলেজ-ধানমন্ডি আইডিয়ালের শিক্ষার্থীদের সংঘর্ষ, যান চলাচল বন্ধ