জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হিসেবে জিএম কাদেরের দায়িত্ব পালন নিয়ে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা আবেদন শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠানো হয়েছে। আগামী ২৭ ফেব্রুয়ারি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে এই বিষয়ে শুনানি হবে।
আজ বুধবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম. ইনায়েতুর রহিম এই আদেশ দেন।
জিএম কাদেরের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম। আর রিটের পক্ষে ছিলেন সাঈদ আহমেদ রাজা।
এর আগে জিএম কাদের দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা দিয়ে নিম্ন আদালতের দেয়া রায় গত ৫ ফেব্রুয়ারি স্থগিত করেন হাইকোর্ট। এরপর হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আবেদন করা হয় চেম্বার আদালতে।