হোম > সারা দেশ > গোপালগঞ্জ

টুঙ্গিপাড়ায় সিএনজি-ট্রলির সংঘর্ষে আহত ৩ 

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সিএনজি ও বালুর ট্রলির সংঘর্ষে ৩ জন আহত হয়েছেন। আজ রোববার বেলা ১১টায় উপজেলার গিমাডাঙ্গা গ্রামের মল্লিকের মাঠ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

আহত ব্যক্তিরা হলেন বাগেরহাটের মোল্লাহাট উপজেলার গওলা গ্রামের মোবারক মিয়ার ছেলে সুখ মিয়া (৫০) ও তাঁর স্ত্রী সেলিনা বেগম (৪০)। তাঁরা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। আহত অপরজন হলেন, টুঙ্গিপাড়ার পাঁচকাহনিয়া গ্রামের আরিফুর রহমান চুন্নু (৫০)। তিনি প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। 

জানা যায়, ঘোনাপাড়া থেকে একটি নম্বরবিহীন সিএনজি ও বিপরীত দিক থেকে আসা বালুর ট্রলির মুখোমুখি সংঘর্ষে ৩ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেয়। মোল্লাহাট থেকে আসা স্বামী-স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাঁদের খুলনা হাসপাতালে পাঠিয়ে দেন। 

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) তন্ময় মণ্ডল আজকের পত্রিকাকে বলেন, আহত একজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। 

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল