কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার গোপদিঘী ইউনিয়নে শুক্রবার রাতে অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে রাজীব মিয়া (৩৫) নামে এক অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কলিন্দ্র নাথ গোলদার।
নিহত রাজীব মিয়া শ্যামপুর গ্রামের আব্দুল মন্নাফের মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের বাড়ি সংলগ্ন নিজস্ব গ্যারেজে রাতের বেলায় অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুতায়িত হন রাজীব। পরে, তাঁকে স্বজনেরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক রাজীবকে মৃত ঘোষণা করেন।
মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কলিন্দ্র নাথ গোলদার বলেন, এ বিষয়ে মিঠামইন থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া মরদেহ হস্তান্তর করা হয়।