হোম > সারা দেশ > ঢাকা

নির্ধারিত সময়ের পর দোকান খোলা রাখলে ট্রেড লাইসেন্স বাতিল: ডিএনসিসির মেয়র

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

করোনা প্রতিরোধে সরকারের চলমান লকডাউনে নির্ধারিত সময়ের পর দোকান খোলা রাখলে ট্রেড লাইসেন্স বাতিল করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।

আজ সোমবার সকালে রাজধানীর বিজয় সরণি মোড়ের ফোয়ারা পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

মো. আতিকুল ইসলাম বলেন, বিজয় সরণি মোড়ের যান চলাচল ও যানজট নিরসনে আন্ডারপাস করার পরিকল্পনা করছে সিটি করপোরেশন। এ ছাড়া সব মোড়কে কীভাবে কানেকটিভিটির মাধ্যমে যানজট নিরসন করা যায়, সে ব্যাপারে চিন্তা করছে উত্তর সিটি করপোরেশন।

লকডাউনে অসহায় মানুষের ঘরে খাবার পৌঁছে দেওয়া হবে জানিয়ে মেয়র বলেন, ডিএনসিসির অসহায় মানুষের পাশে দাঁড়াতে আমরা কিছু উদ্যোগ নিয়েছি। ৩৩৩ নম্বরে ফোন দিলে ত্রাণ পৌঁছে দেওয়া হবে উত্তর সিটি করপোরেশনের পক্ষ থেকে।’ করোনাভাইরাস মোকাবিলায় এ সময় সবাইকে মাস্ক পরার আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, ১ জুলাই থেকে ঘোষিত সাত দিনের কঠোর লকডাউন আরও সাত দিন বাড়িয়ে ১৪ জুলাই পর্যন্ত করেছে সরকার। লকডাউন চলাকালে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকান সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে।

ঢাকা মেডিকেলে ফেলে যাওয়া তরুণীর মরদেহ শনাক্ত, পরিবারের অভিযোগ হত্যা

পাখিও তো গান গায়, পাখির নীড় ভাঙবে কবে—সংস্কৃতিকর্মীর জিজ্ঞাসা

হাদি হত্যা মামলা: ফয়সালদের ৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ

সংস্কৃতির ওপর আঘাত মানে নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষাকে ব্যাহত করা

প্রথম আলো-ডেইলি স্টারে হামলার মামলায় ১১ জন কারাগারে

টাঙ্গাইলে ৫ ইটভাটায় অভিযান, ২৯ লাখ টাকা জরিমানা

হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে—ইনকিলাব মঞ্চের ‘শহীদি শপথ’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ৩ ইউনিটের ফলাফল প্রকাশ

চকবাজার থেকে নবজাতকের লাশ উদ্ধার

হাদি হত্যা মামলা: ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী কবির ফের ৫ দিনের রিমান্ডে