হোম > সারা দেশ > ঢাকা

নির্ধারিত সময়ের পর দোকান খোলা রাখলে ট্রেড লাইসেন্স বাতিল: ডিএনসিসির মেয়র

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

করোনা প্রতিরোধে সরকারের চলমান লকডাউনে নির্ধারিত সময়ের পর দোকান খোলা রাখলে ট্রেড লাইসেন্স বাতিল করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।

আজ সোমবার সকালে রাজধানীর বিজয় সরণি মোড়ের ফোয়ারা পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

মো. আতিকুল ইসলাম বলেন, বিজয় সরণি মোড়ের যান চলাচল ও যানজট নিরসনে আন্ডারপাস করার পরিকল্পনা করছে সিটি করপোরেশন। এ ছাড়া সব মোড়কে কীভাবে কানেকটিভিটির মাধ্যমে যানজট নিরসন করা যায়, সে ব্যাপারে চিন্তা করছে উত্তর সিটি করপোরেশন।

লকডাউনে অসহায় মানুষের ঘরে খাবার পৌঁছে দেওয়া হবে জানিয়ে মেয়র বলেন, ডিএনসিসির অসহায় মানুষের পাশে দাঁড়াতে আমরা কিছু উদ্যোগ নিয়েছি। ৩৩৩ নম্বরে ফোন দিলে ত্রাণ পৌঁছে দেওয়া হবে উত্তর সিটি করপোরেশনের পক্ষ থেকে।’ করোনাভাইরাস মোকাবিলায় এ সময় সবাইকে মাস্ক পরার আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, ১ জুলাই থেকে ঘোষিত সাত দিনের কঠোর লকডাউন আরও সাত দিন বাড়িয়ে ১৪ জুলাই পর্যন্ত করেছে সরকার। লকডাউন চলাকালে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকান সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে।

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা