হোম > সারা দেশ > ঢাকা

মাশরাফির গড়া নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের কম্বল বিতরণ উদ্বোধন

নড়াইল প্রতিনিধি

ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজার প্রতিষ্ঠান নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের আয়োজনে জেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা এলাকায় ৩ হাজার কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সিটি ব্যাংকের সহযোগিতায় আজ বৃহস্পতিবার সকাল ১০টায় নড়াইল এক্সপ্রেস হেলথ কেয়ার সেন্টার ও শরীফ আব্দুল হাকিম ডায়াবেটিক হাসপাতাল চত্বরে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। 

যান যায়, নড়াইল জেলার ২২টি ইউনিয়ন ও পৌর এলাকার দুস্থ মানুষের বাড়িতে গিয়ে ফাউন্ডেশনের কর্মীরা এসব কম্বল পৌঁছে দিচ্ছেন। 

কম্বল বিতরণ কার্যক্রম উদ্বোধনকালে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীমূল ইসলাম টুলুর সভাপতিত্বে বক্তব্য দেন সিটি ব্যাংকের নড়াইল শাখার ইনচার্জ রুহুল আমীন, ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ মির্জা নজরুল ইসলাম, কর্মকর্তা লুৎফুল আলম সজল ও হায়দার আপন।

প্রসঙ্গত, নড়াইল-২ আসনের এমপি এবং নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের চেয়ারম্যান মাশরাফি বিন মুর্তজার হাতে গড়া এই ফাউন্ডেশনের পক্ষ থেকে বিভিন্ন সময়ে দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য সিটি ব্যাংক কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। এ সময় সিটি ব্যাংক নড়াইল শাখার ইনচার্জ রুহুল আমীন বলেন, ‘সিটি ব্যাংক সব সময় মানুষের পাশে ছিল, ভবিষ্যতেও আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।’ 

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ ৪ দফা দাবি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ