নারায়ণগঞ্জের রূপগঞ্জের গোলাকান্দাইল কালী এলাকায় পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার ওই এলাকার আব্দুস সালামের ছেলে মোদাচ্ছের (২) এবং তাঁর ভায়রা বিল্লালের ছেলে ইয়াসিন (৪) পানিতে ডুবে মারা যায়। রূপগঞ্জ থানার ওসি আবুল ফয়সাল মোহাম্মদ সায়েদ দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মোদাচ্ছেরের বাবা আব্দুস সালামে বলেন, আগে আমি ভাড়া বাড়িতে থাকতাম। এখানে নতুন বাড়িতে আসার সময় আমার ভায়রার ছেলে ইয়াসিন আমাদের সঙ্গে আসে। মোদাচ্ছের ও ইয়াসিন দুজনই খেলা করতে গিয়ে বাড়ির পাশের ছোট একটা পুকুরে পড়ে পানিতে ডুবে মারা যায়।
প্রতিবেশী সুমন বলেন, মোদাচ্ছেরের মা হঠাৎ মোদাচ্ছেরকে পানি থেকে তুলে চিৎকার দিলে আমরা ছুটে আসি। জানতে পারি আরও একজনকে পাওয়া যাচ্ছে না। তখন পুকুরে কয়েকজন নেমে ইয়াসিনকে উদ্ধার করা হয়। পরে দুজনকে ইউএস বাংলা হাসপাতালে নিলে ডাক্তাররা দুজনকেই মৃত ঘোষণা করেন।