হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে যুবক নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ বন্দরে মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে রিমন (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। আজ শুক্রবার সকালে উপজেলার কাইকারটেক এলাকার হাজী সাহেব মোড়ে এ দুর্ঘটনা ঘটে। 

রিমন বন্দর উপজেলার নবীগঞ্জের কামাল উদ্দিন মোড় এলাকার বাসিন্দা। দুর্ঘটনায় আহত ব্যক্তিরা হলেন লিমনের বন্ধু আরজিদ (২৫), সাঈদ (২৭) ও সিএনজি অটোচালক তোফাজ্জল হোসেন (৫৫)। 

বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক। তিনি আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনায় রিমনের পরিবার এখনো লিখিত অভিযোগ দেয়নি। তবে সড়ক আইনে মামলা হবে। 

রিমনের স্বজনেরা জানান, এক বন্ধুর বিয়ের অনুষ্ঠানে যেতে সকালে মোটরসাইকেল নিয়ে বের হন রিমন। মোটরসাইকেলটিতে আরোহী ছিলেন তাঁর দুই বন্ধু আরজিদ ও সাঈদ। তাঁরা সোনারগাঁ চৌরাস্তার উদ্দেশে রওনা করেছিলেন। কাইকারটেক এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে তাঁদের মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চারজন আহত হন। 

পুলিশ জানায়, দুর্ঘটনার পরপরই স্থানীয়রা আহত ব্যক্তিদের উদ্ধার করে প্রথমে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। রিমনের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রিমন। 

এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক বলেন, এই ঘটনায় রিমনের পরিবার এখনো লিখিত অভিযোগ দেয়নি। তবে সড়ক আইনে মামলা হবে।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট