হোম > সারা দেশ > ঢাকা

শ্রীপুরে এডিশনাল ডিআইজির বাড়িতে ডাকাতি

শ্রীপুর (গাজিপুর) প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক (এডিশনাল ডিআইজি) আব্দুল জলিলের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় দেশীয় অস্ত্রের মুখে তাঁর বাবাকে জিম্মি করে ঘরে থাকা নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করেছে ডাকাতেরা। গতকাল শনিবার রাত পৌনে ২টার দিকে শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের বেলতলী গ্রামে এ ঘটনা ঘটে। আবদুল জলিল অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক (এডিশনাল ডিআইজি) হিসেবে সিলেটে কর্মরত আছেন। 

এডিশনাল ডিআইজি আব্দুল জলিলের বাবা আব্দুল বাতেন আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল রাত পৌনে ২টার দিকে কালো পোশাক পরিহিত মুখোশধারী ১০ থেকে ১৫ জনের একটি ডাকাত দল মূল ফটক টপকে বাড়ির ভেতরে প্রবেশ করে। এরপর তারা দরজা ভেঙে ঘরের ভেতর ঢুকে। সবার পরনে কালো রঙের গেঞ্জি, কালো রঙের শর্ট প্যান্ট ও মুখে কালো রঙের মুখোশ বাঁধা ছিল। আর সবার হাতে ছিল ছুরি ও রাম দা।’ 

আবদুল বাতেন আরও বলেন, ‘ঘরে ঢুকেই দেশীয় অস্ত্র ঠেকিয়ে আমাকে ঘিরে রাখে কয়েক জন। বাকিরা ঘরে থাকা নগর টাকা স্বর্ণালংকার ও আমার ছেলের দুই সেট পুলিশের ইউনিফর্ম নিয়ে যায়। ডাকাত দলেরা ৪ ভরি স্বর্ণ ও ১ লাখের চেয়ে কিছু বেশি নগদ টাকা নিয়ে গেছে।’ 

আবদুল বাতেনের প্রতিবেশী আলমগীর হোসেন বলেন, ‘গতকাল রাত ৩টার দিকে আমরা ডাকাতির খবর জানতে পারি। এরপর ডাকা ডাকির পর আশপাশের অনেক লোকজন জড়ো হয়। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়। এ সময় স্থানীয়রা আশপাশের রাস্তায় টহল দিলেও ডাকাত দল পালিয়ে যায়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ঘটনাস্থলে আসে।’ 

মাওনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিন্টু মোল্লাহ আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে রাতেই ঘটনাস্থল গিয়েছি। ডাকাতি হয়েছে। তবে ডাকাতেরা কাউকে মারধর করেনি। স্বর্ণালংকার ও নগদ অর্থ লোপাট করে নিয়ে গেছে। এ নিয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। ডাকাতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট