দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন ও তরকারি মিছিল করেছে নতুনধারা বাংলাদেশ (এনডিবি)। আজ শুক্রবার সকালে লাউ, ঝিঙে, করলা হাতে এই সংগঠনের কর্মীদের জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নিতে দেখা যায়।
নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদী বলেন, 'নাগরিক অধিকার আদায়ে সরকার ব্যর্থ হলে দেশের মানুষ রাস্তায় নামতে বাধ্য হবে। তাই চাই স্বাধীনতার সপক্ষের সরকার হিসেবে ভর্তুকি দিয়ে চাল-ডাল-তেলসহ সব নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য কমিয়ে জনগণের হাতের নাগালে রাখা হোক। পাশাপাশি সরকারিভাবে বাজার মনিটরিং টিম কার্যকর রাখার মাধ্যমে মানুষকে কিছুটা হলেও শান্তিতে থাকার ব্যবস্থা করে দেওয়া হোক। বাজার মনিটরিং না করে খাদ্যমন্ত্রী কেবল নিজের পেট বড় করার চিন্তায় ব্যস্ত। ফলে তিনি দেশের দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে ব্যর্থ হয়েছেন।' এ সময় নতুনধারার এই নেতা খাদ্যমন্ত্রীকে পদত্যাগের আহ্বান জানান।
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন নতুনধারা বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান আজাদ, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুণ মিস্ত্রী, অভিনেত্রী শ্রুতি খান প্রমুখ।